Advertisement
০১ ফেব্রুয়ারি ২০২৩
IPL

সৌরভের বায়োপিকে অভিনয় করতে চান যিশু

আইপিএলে চোখ বুজে কেকেআরকে সাপোর্ট করেন যিশু।

যিশু সেনগুপ্ত।

যিশু সেনগুপ্ত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৩:৪৩
Share: Save:

ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসার কথা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। এখনও শুটিংয়ের ফাঁকে ক্রিকেট ব্যাট হাতে খেলতে নামা তাঁর পছন্দের অবসর। অথবা সেলিব্রিটি ক্রিকেট ম্যাচে তাঁর জায়গা পাকা। তিনি অভিনেতা যিশু সেনগুপ্ত। এ বার তাঁকে দেখা গেল আইপিএলের কমেন্ট্রি বক্সে।

Advertisement

স্টার জলসা মুভিসের চলতি বছরে আইপিএলের বাংলা কমেন্ট্রি শুনছেন দর্শক। আর সে কারণেই সদ্য কমেন্ট্রি বক্সে হাজির ছিলেন যিশু।

বিভিন্ন রকম চরিত্রে যিশুকে দেখেছেন দর্শক। কিন্তু কোনও ক্রিকেটারের বায়োপিকে যদি অভিনয় করতে হয়, তা হলে কি বিশেষ কোনও পছন্দ রয়েছে তাঁর? এ প্রশ্নের উত্তরে যিশু বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়া আর কোনও নাম হতেই পারে না। কারণ সৌরভ বাংলার। আর আমিও বাঙালি। আমি অনেকদিন ধরে ওঁকে চিনি। ১৯৯৬-এ যখন সৌরভ ইংল্যান্ডে গিয়েছিল ভারতকে রিপ্রেসেন্ট করতে তখন আমি ওকে নেটে বল করতাম। ফলে ওর বায়োপিক করতে পারলে ভাল লাগবে।’’

আরও পড়ুন, খেলা দেখতে বসে আমিই ক্যাপ্টেন হয়ে যাই

Advertisement

আর আইপিএলে চোখ বুজে কেকেআরকে সাপোর্ট করেন যিশু। তাঁর কথায়, ‘‘আমার বাড়ির ছাদে একটা ছোট থিয়েটার আছে। আমার বন্ধুরা একসঙ্গে বসে খেলা দেখি। তবে কেকেআরকে সাপোর্ট করাটা মাস্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.