Advertisement
১১ মে ২০২৪

এ বার মোরিনহো বিঁধলেন কন্তেকে

২০১২-১৩ মরসুমে জুভেন্তাস-এর কোচ থাকার সময় চার মাস নির্বাসনে যেতে হয়েছিল কন্তেকে। অভিযোগ ছিল, পুরনো ক্লাব সিয়েনা-র কোচ থাকার সময় তিনি নাকি ম্যাচ গড়াপেটা হওয়ার তথ্য গোপন রেখেছিলেন।

জোসে মোরিনহো।—ফাইল চিত্র।

জোসে মোরিনহো।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০৩:৩৯
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বিখ্যাত ফুটবল ম্যানেজার ওরা দু’জনেই। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সেই জোসে মোরিনহো এবং চেলসির আন্তোনিও কন্তের বাগযুদ্ধ থেমেও যেন থামতে চাইছে না।

তাঁকে নিয়ে মোরিনহোর কটূক্তির জবাব শুক্রবার দিয়েছিলেন কন্তে। যেখানে মোরিনহোকে ঘুরিয়ে ‘জোকার’ বলার পাশাপাশি কন্তে বলেছিলেন, ‘‘অতীতে তিনি কী করেছেন সেটা বোধহয় ভুলে গিয়েছেন মোরিনহো।’’

এর পরে চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কন্তেকে পাল্টা কটূক্তি করলেন মোরিনহো। ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলেছেন, ‘‘আমি কখনও ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসিত হইনি।’’

২০১২-১৩ মরসুমে জুভেন্তাস-এর কোচ থাকার সময় চার মাস নির্বাসনে যেতে হয়েছিল কন্তেকে। অভিযোগ ছিল, পুরনো ক্লাব সিয়েনা-র কোচ থাকার সময় তিনি নাকি ম্যাচ গড়াপেটা হওয়ার তথ্য গোপন রেখেছিলেন। যদিও দু’বছর আগে ইতালির আদালত কন্তেকে এই অভিযোগে বেকসুর ঘোষণা করে।

শুক্রবার রাতেই এফএ কাপে ডার্বির বিরুদ্ধে তৃতীয় রাউন্ডের ম্যাচ ২-০ জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার পরেই মোরিনহো বলেছেন, ‘‘এটা ঠিক যে অতীতে সাইডলাইনের ধারে আমি এমন কিছু কাজ করেছি যা করা উচিত হয়নি। নিজেকে বার বার বলেছি, সাইডলাইনের ধারে আবেগ প্রকাশের জন্য বেশ কিছু আচরণ করা আমার সাজে না। কিন্তু ম্যাচ গড়াপেটার জন্য নির্বাসনে তো যেতে হয়নি আমাকে।’’

এই সময়েই এক সাংবাদিক তাঁকে কন্তের অতীত নির্বাসনের কথা মনে করিয়ে দিলে মোরিনহো সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘‘তাই নাকি। উনি নির্বাসনে গিয়েছিলেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jose Mourinho Football Antonio Conte
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE