Advertisement
২০ এপ্রিল ২০২৪

টানা জয়ে চোখ ক্লপের

চলতি মরসুমে টানা ১৫ ম্যাচ অপরাজিত রয়েছে লিভারপুল।

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৪
Share: Save:

ছ’ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তাঁর দল ইপিএল পয়েন্ট টেবলের শীর্ষে। কিন্তু তাতে তৃপ্ত নন য়ুর্গেন ক্লপ। আজ, শনিবার শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামার আগে লিভারপুল ম্যানেজারের বার্তা, ‘‘চলো, ১৬ নম্বর ম্যাচটাও জিতি।’’

চলতি মরসুমে টানা ১৫ ম্যাচ অপরাজিত রয়েছে লিভারপুল। ক্লপ শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘টানা জয়ের মধ্যে থাকার অনুভূতিটা কেমন, তা এখন বুঝছি। বিশ্বের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে যে কোনও চ্যালেঞ্জের বিরুদ্ধে যোদ্ধার মতো লড়াই করতে হবে। ১৬ নম্বর ম্যাচও জিততে চাই।’’

আজ, ঘরের মাঠে ব্রাইটনের বিরুদ্ধে খেলতে নামার আগে জয়ের স্বপ্ন দেখছেন চেলসি ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও। ছ’ম্যাচে আট পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে চেলসি। তবে ল্যাম্পার্ড মনে করেন, দল এই সাময়িক ব্যর্থতা কাটিয়ে উঠবে।

এ দিকে, সোমবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে আর্সেনালের বিরুদ্ধে। ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার সম্ভবত পাচ্ছেন না মার্কাস র‌্যাশফোর্ড এবং অ্যান্থনি মার্সিয়ালকে। দু’জনের চোট সারেনি। পল পোগবাকে নিয়েও সংশয় তৈরি হয়েছে। সোলসার বলেছেন, ‘‘ওর চোট রয়েছে। পোগবার খেলা নিয়ে জোর দিয়ে কিছু বলতে পারছি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football EPL 2019-20 Liverpool Jurgen Klopp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE