তাঁর যে টুইট নিয়ে তোলপাড় হচ্ছিল ক্রিকেট বিশ্ব, শেষ পর্যন্ত বিতর্কিত টুইট তুলে নিলেন জাক কালিস।দিন দু’য়েক আগে যেখানে তিনি লিখেছিলেন, ‘‘নিজেকে দক্ষিণ আফ্রিকান বলতে লজ্জা হয়।’’ কারণ ছিল, দলে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ বিতর্ক। যে কারণে এক সময় দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে কৃষ্ণাঙ্গদের প্রবেশাধিকার ছিল না। কিন্তু পরে সেই সমস্যা মিটিয়ে বিশ্ব ক্রিকেটে আবার ফিরে আসে দক্ষিণ আফ্রিকা।
এ বার আবার নতুন সমস্যার সামনে দক্ষিণ আফ্রিকার ক্রীড়া জগত্। সম্প্রতি এই একই কারণে বেশ কিছু ক্রীড়া সংস্থাকে নির্বাসিত করেছে সেই দেশের সরকার। দক্ষিণ আফ্রিকার সরকারি নিয়ম অনুযায়ী যে কোনও জাতীয় দলে ৫০ শতাংশ কৃষ্ণাঙ্গ থাকতেই হবে। কিন্তু তেমনটা সাধারণত হয় না। ইতিমধ্যেই কোপ পড়েছে রাগবী দলের উপর। তখনই খেলার উপর রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতা করতে গিয়ে ওই মন্তব্য করে সমস্যায় পরেন কালিস। এ দিন সেই পোস্টটাই তুলে নিলেন প্রোটিয়া অল রাউন্ডার।
আরও খবর
নিজেকে দক্ষিণ আফ্রিকান বলতে লজ্জা হয়: কালিস