Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গল্ফ লিগে লড়বে<br>কপিলের টিম

ভারতের সরকারি গল্ফ লিগ, লুই ফিলিপ কাপে দল নামালেন কপিল দেব। এক কোটি কুড়ি লক্ষ টাকা পুরস্কারমূল্যের টুর্নামেন্টে কপিলের টিম দেব-ইলোরা পুণের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের তারকা গল্ফার সিদ্দিকুর রহমান। টিমে আছেন ভারতীয় ট্যুরের উদীয়মান তারকা ওম প্রকাশ চৌহ্বানের মতো নাম।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০৩:৩৫
Share: Save:

ভারতের সরকারি গল্ফ লিগ, লুই ফিলিপ কাপে দল নামালেন কপিল দেব। এক কোটি কুড়ি লক্ষ টাকা পুরস্কারমূল্যের টুর্নামেন্টে কপিলের টিম দেব-ইলোরা পুণের নেতৃত্বে থাকছেন বাংলাদেশের তারকা গল্ফার সিদ্দিকুর রহমান। টিমে আছেন ভারতীয় ট্যুরের উদীয়মান তারকা ওম প্রকাশ চৌহ্বানের মতো নাম। প্রবল গল্ফ উৎসাহী ও অপেশাদার গল্ফার কপিল এ দিন সরকারি ভাবে নিজের টিম ঘোষণা করে বলেন, ‘‘ক্রিকেটের পাশে ফুটবল, ব্যাডমিন্টন, কবাডি বা গল্ফেও পেশাদার লিগ তৈরি হওয়াটা ভারতীয় খেলাধুলোর জন্য খুব ভাল খবর। ক্রিকেটের সঙ্গে অন্য খেলাও পাল্লা দিয়ে উঠছে, এটা একটা বড় শুভলক্ষণ বলে আমি মনে করি।”

১১-১৩ জুন বেঙ্গালুরুর কর্নাটক গল্ফ অ্যাসোসিয়েশনের কোর্সে চলবে ৭ দলের এই গল্ফ-যুদ্ধ। লুই ফিলিপ কাপের এই চতুর্থ সংস্করণে অবশ্য প্রতিযোগিতার নিয়মে সামান্য পরিবর্তন আনা হয়েছে। ২০১৬ রিও অলিম্পিকের নিয়ম মাথায় রেখেই টুর্নামেন্ট নক আউটের বদলে হবে ‘স্ট্রোক-প্লে’ ফরম্যাট-এ। মানে, প্রতি টিমে তিন গল্ফার লড়াইয়ে থাকলেও, দিনের শেষে সেরা দুই স্কোর মিলিয়ে হবে টিম স্কোর। লুই ফিলিপ কাপে সাতটি দলের নেতৃত্বে আছেন এসএসপি চৌরাসিয়া (টেক চেন্নাই), রাহিল গাঙ্গজি (জিঙ্গ হিলস, বেঙ্গালুরু), গগনজিত্‌ ভুল্লর (জেপি গ্রীনস, গ্রেটার নয়ডা), জ্যোতি রণধাওয়া (লক্স, মুম্বাই), মিথুন পেরেরা (নবরত্ন, আহমেদাবাদ), সিদ্দিকুর রহমান (দেব-ইলোরা, পুণে) ও মনু গানদাস (ডিএলএফ, দি ক্রেষ্ট, গুরগাঁও)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE