Keep an eye on these footballers in the encounter between ATK and FC Pune City dgtl
URL Copied
খেলা
এটিকে বনাম পুণে ম্যাচে নজর রাখুন এঁদের দিকে
নিজস্ব প্রতিবেদন
২৬ নভেম্বর ২০১৭ ১৬:৫৭
Advertisement
১ / ৫
ইউজেনসন লিংডো: বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম তারকা মিডফিল্ডার লিংডো। এই মরসুমে এটিকের সেরা রিক্রুট লিংডো। পুণের বিরুদ্ধে নজর থাকবে এই তরুণ ফুটবলারটির দিকে।
২ / ৫
রবিন সিংহ: ভারতীয় দলের নিয়মিত সদস্য রবিন সিংহ এই মরসুমে এটিকেতে। ইস্টবেঙ্গল এবং জাতীয় দলকে বহু ম্যাচে জয় এনে দিয়েছেন বাঁ পায়ের জারিজুরিতে। রবি কিনের অনুপস্থিতিতে এটিকের অন্যতম ভরসা এই পঞ্জাবি স্ট্রাইকার।
Advertisement
Advertisement
৩ / ৫
দেবজিত্ মজুমদার: এটিকের তিন কাঠির তলায় ভরসার আরেক নাম দেবজিত্ মজুমদার। বহু ম্যাচের বিশ্বস্থ সৈনিকের মতো এটিকের গোল দুর্গ রক্ষা করেছেন মোহনবাগানের প্রাক্তন এই ফুটবলার। কলকাতার বিরুদ্ধে গোল পেতে তারকা গোলরক্ষককে টপকাতেই হবে পুণেকে।
৪ / ৫
ইমিলিয়ানো আলফারো: পুণের আক্রমণের অন্যতম ভরসা আলফারো। এটিকের বিরুদ্ধে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলে নিজের সেরা খেলাটা খেলতেই হবে এই তারকা স্ট্রাইকারকে।
Advertisement
৫ / ৫
জোনাথন লুক্কা: পুণে মাঝমাঠের অন্যতম ভরসা লুক্কা। লুক্কার উপর নির্ভর করবে এ দিন পুণে মাঝ মাঠের অধিকাংশটাই।