Advertisement
১৮ মে ২০২৪
কলকাতার বেটেও চেন্নাইয়ানে

আইএসএলের উদ্বোধনী ম্যাচেই হাবাস বনাম ফিকরু

আন্তোনিও লোপেজ হাবাস ‘বিশৃঙ্খল’ ফিকরু তেফেরাকে পরের মরসুমে দলে রাখবেন না জানিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরেই। চমকপ্রদ ভাবে এ বার আইএসএলের প্রথম ম্যাচেই সেই ফিকরুর মুখোমুখি হতে হচ্ছে আটলেটিকো দে কলকাতা কোচকে। চেন্নাইতে ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:৩৯
Share: Save:

আন্তোনিও লোপেজ হাবাস ‘বিশৃঙ্খল’ ফিকরু তেফেরাকে পরের মরসুমে দলে রাখবেন না জানিয়ে দিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার পরেই।

চমকপ্রদ ভাবে এ বার আইএসএলের প্রথম ম্যাচেই সেই ফিকরুর মুখোমুখি হতে হচ্ছে আটলেটিকো দে কলকাতা কোচকে। চেন্নাইতে ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে।

এবং নতুন টিম চেন্নাইয়ানে চুক্তিবদ্ধ হওয়ার পরই তিনি যে হাবাসের উপর রাগ পুষে রেখেছেন ঘুরিয়ে বলে দিয়েছেন গোলের পর সমারসল্টের জন্য বিখ্যাত ফিকরু। ‘‘গতবার ছিলাম চ্যাম্পিয়ন দলে। এখনও মনে আছে চেন্নাইয়ের সঙ্গে খেলার কথা। তাদের সমর্থকদের কথা। আমি খুশি মাতেরাজ্জির মতো ফুটবলার আমাকে ভারতে ফের খেলার সুযোগ করে দিয়েছেন। এ বার ট্রফিটা জিততে চাই চেন্নাইয়ানের হয়ে। গতবার কলকাতার হয়ে প্রথম গোলটার কথা এখনও মনে আছে। দেখবেন গতবারের চেয়েও এ বার ভাল করব আমি।’’

চেন্নাইয়ের খবর, মূলত ম্যানেজার, বিশ্বকাপজয়ী প্রাক্তন ইতালীয় তারকা মার্কো মাতেরাজ্জির ডাকে সাড়া দিয়ে শুক্রবারই চেন্নাইয়ান এফসি-তে সই করেছেন ফিকরু। শুধু ইথিওপিয়ান স্ট্রাইকারকেই নয়, চ্যাম্পিয়ন কলকাতা টিমের সেরা কিপার এডেল বেটেকেও সই করাল চেন্নাইয়ান। গতবার ফিকরুকে সেমিফাইনাল এবং ফাইনালের সময় টিম হোটেলেই ঢুকতে দেননি কলকাতা কোচ। বাদ দিয়েছিলেন টিম থেকেও। কিন্তু বেটে ফাইনালে অসাধারণ একটি সেভ করে দলকে বাঁচিয়েছিলেন। ফিকরু গতবার দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পাঁচ গোল করে। আর ন’টি ম্যাচে নেমে বেটে দারুণ কিপিং করেছিলেন।

মাতেরাজ্জি উৎফুল্ল গতবারের চ্যাম্পিয়ন দলের দুই সদস্যকে সই করিয়ে। বলেছেন, ‘‘ফিকরু আর বেটে দু’জনের পারফরম্যান্সই প্রথম আইএসএলে ধারাবাহিক। বেটে পুরো টুর্নামেন্টে দারুণ কিপিং করেছিল। আর গোলের সামনে ফিকরু ছিল ভয়ঙ্কর।’’

ফিকরু নিয়ে এ দিন মুখ খোলেন আটলেটিকো দে কলকাতার অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘‘ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম। ওর বদলে অন্য ফুটবলার নেওয়া হচ্ছে। আটলেটিকো মাদ্রিদ থেকে আরও দু’জন স্প্যানিশ ফুটবলার নেওয়া হবে। গতবারের মতো এ বারও দু’সপ্তাহের জন্য ট্রেনিং নিতে মাদ্রিদ যাবে পুরো কলকাতা টিম।’’

ফিকরুকে ছেড়ে দিয়ে জোড়া বিদেশি স্ট্রাইকার নিতে চান, কলকাতার কর্তাদের আগেই জানিয়েছিলেন হাবাস। সেই অঙ্কেই সই করানো হয়েছে কেরল ব্লাস্টার্সের স্ট্রাইকার ইয়ান হিউমকে। এ দিন কলকাতা সই করাল স্যামেগ দোতিকে। দক্ষিণ আফ্রিকার জাতীয় যুব দলে খেলা স্যামেগ মূলত মিডিও। কলকাতার কোচ বলেছেন, ‘‘স্যামেগ দক্ষিণ আফ্রিকার জাতীয় যুব দলে সাফল্যের সঙ্গে খেলেছে। ক্লাব ফুটবলেও সাফল্য পেয়েছে।’’

অন্য দিকে, চেন্নাইতে ফোন করে জানা গেল, ফিকরু-বেটের পাশাপাশি এলানো এবং মেন্ডিকেও রেখে দিয়েছে অভিষেক বচ্চনের টিম। স্বদেশি ফুটবলারদের মধ্যে বলবন্ত সিংহ, জেজে, ধনচন্দ্র, হরমনজিৎ খাবরা, অভিষেক দাস, জয়েস রানেরা রয়েছেন এ বারও। তবে শিল্টন পাল, অভিজিৎ মণ্ডল, ডেনসনদের রাখা হয়নি। ডেনসন গিয়েছেন এফসি গোয়ায়। শিল্টন নিলামে উঠবেন ১০ অগস্ট মুম্বইতে। মোট ১১০ ফুটবলারকে আইএসএলের নিলামে তোলা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata ISL ISL inauguration football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE