Advertisement
E-Paper

আইসিসির বিদ্রোহী সংস্থা গড়তে চান মোদী

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে তুরীয় মেজাজে রয়েছেন অপসৃত আইপিএল কমিশনার ললিত মোদী। এ দিনই ক্রিকেটবিশ্বের দিকে নতুন বোমা ছুড়ে রাখলেন। বললেন, তিনি নাকি নতুন ক্রিকেট নিয়ামক সংস্থার নীল নকশা তৈরি করছেন। যে সংস্থা আইসিসিকে চাপে ফেলে দেবে। বিশ্বক্রিকেটের চেহারাতেও আমূল বদল আনবে। যে সংস্থা অলিম্পিকের সঙ্গে যুক্ত থাকবে। ওয়ান ডে ফর্ম্যাট পুরোপুরি ছেঁটে ফেলে তারা নাকি টেস্ট আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট করবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ০৩:৩৩

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে তুরীয় মেজাজে রয়েছেন অপসৃত আইপিএল কমিশনার ললিত মোদী। এ দিনই ক্রিকেটবিশ্বের দিকে নতুন বোমা ছুড়ে রাখলেন। বললেন, তিনি নাকি নতুন ক্রিকেট নিয়ামক সংস্থার নীল নকশা তৈরি করছেন। যে সংস্থা আইসিসিকে চাপে ফেলে দেবে। বিশ্বক্রিকেটের চেহারাতেও আমূল বদল আনবে। যে সংস্থা অলিম্পিকের সঙ্গে যুক্ত থাকবে। ওয়ান ডে ফর্ম্যাট পুরোপুরি ছেঁটে ফেলে তারা নাকি টেস্ট আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট করবে।
‘‘নতুন ক্রিকেট সিস্টেমের কথা ভাবছি। নীল নকশা তৈরি, আর তাতে আমার অনুমোদনও রয়েছে। বর্তমান সংস্থাকে (আইসিসি) সহজেই আমরা ধ্বংস করে দিতে পারি। হ্যাঁ, কয়েক বিলিয়ন ডলার লাগবে। কিন্তু সেটা পাওয়া কোনও সমস্যাই নয়,’’ দাবি মোদীর। তবে তিনি জানিয়েছেন, এন শ্রীনিবাসন আইসিসির কর্মপদ্ধতিতে আমূল বদল আনতে পারলে বিদ্রোহী নীল নকশা তুলে রাখবেন তিনি। ‘‘আমি নিজেই আশা করছি যে ব্লু-প্রিন্টটা কাজে লাগাতে হবে না। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে, তারা কিছু না করলে আমার প্ল্যানই ভবিষ্যতের ক্রিকেটবিশ্ব হয়ে উঠবে।’’ অলিম্পিক সংস্থার স্বীকৃতি পাওয়া নিয়ে মোদীর মন্তব্য, ‘‘আইসিসি কোনও দিনই এটা করবে না। তবে ভবিষ্যতে আমি এটা করে দেখালে সেটা ইতিহাস পাল্টে দেবে। আইপিএলের মতোই।’’
এ দিনই আবার ফ্র্যাঞ্চাইজি এবং স্পনসরদের সঙ্গে বৈঠক শেষ করল আইপিএল ওয়ার্কিং গ্রুপ। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলছেন, ‘‘২৯ অগস্ট পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার সময় আছে। আমরা তার আগেই রিপোর্ট দিয়ে দিতে পারি।’’ আইপিএলে ক’টা টিম খেলবে, তা নিয়ে খোলসা করে কিছু বলেননি অনুরাগ। ‘‘দেড় বছর অপেক্ষা করেছেন আপনারা। আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করুন,’’ মন্তব্য তাঁর।

lalit modi challaneges icc anti icc body icc like body another icc world cricket authority lalit modi icc abpnewsletters
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy