Advertisement
E-Paper

সরে যাচ্ছেন এনরিকে, এর পর বার্সা-গুরু কে?

লিও মেসিরা যে দিন গিহনের বিরুদ্ধে ৬-১ গোলে জিতলেন, সে দিনই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটালেন তাঁদের কোচ লুইস এনরিকে। ঘোষণা করে দিলেন, বার্সেলোনায় এটাই তাঁর শেষ মরসুম। এর পর আর থাকবেন না ক্যাম্প ন্যু-তে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০৩:৩৩
বিদায়: বার্সেলোনায় এটাই শেষ মরসুম এনরিকের। ছবি: গেটি ইমেজেস।

বিদায়: বার্সেলোনায় এটাই শেষ মরসুম এনরিকের। ছবি: গেটি ইমেজেস।

লিও মেসিরা যে দিন গিহনের বিরুদ্ধে ৬-১ গোলে জিতলেন, সে দিনই সাংবাদিক সম্মেলনে বিস্ফোরণ ঘটালেন তাঁদের কোচ লুইস এনরিকে। ঘোষণা করে দিলেন, বার্সেলোনায় এটাই তাঁর শেষ মরসুম। এর পর আর থাকবেন না ক্যাম্প ন্যু-তে।

যদিও ফুটবল মহলে জোর জল্পনা, ক্লাব কর্তৃপক্ষের চাপে পড়েই এমন সিদ্ধান্ত কি না। আর বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমিউয়ের মন্তব্য সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। এনরিকের ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলে দিয়েছেন, এটাই সঠিক সময় সরে যাওয়ার। ‘‘নানা জল্পনা চলছিল। সেগুলো মেটানোর জন্য এনরিকের এই ঘোষণা জরুরি ছিল। আমাদের অনেক আগেই উনি জানিয়ে দিয়েছিলেন যে, সামনের মরসুমে আর থাকবেন না,’’ বলেন বার্তোমিউ। দুই মরসুমে এনরিকে ১০টির মধ্যে ৮টি খেতাব জিতেছেন।

হালফিলে বার্সেলোনা ভাল খেলছিল না। লা লিগায় ফের নতুন আশা তৈরি হলেও চলতি মরসুমে এখনও কোনও ট্রফি জয় নিশ্চিত করতে পারেননি মেসি-রা। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সঁ জরমঁ ক্লাবের কাছে ০-৪ গোলে পর্যুদস্ত হওয়ার পরে এনরিকে-কে সরানোর স্লোগান আরও তীব্র হয়। তাঁর সঙ্গে বার্সার তারকা ফুটবলারদের সম্পর্ক নিয়েও নানা সময়ে বিতর্কের ঝড় উঠেছে।

নায়ক: লা লিগায় স্পোর্টিং গিহনের বিরুদ্ধে হেডে লিওনেল মেসির অনবদ্য সেই গোলের মুহূর্ত। ছবি: এএফপি।

‘‘বার্সেলোনা ছেড়ে যাওয়া খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে আমি এটা নিয়ে অনেক ভেবেছি। নিজের কাজ ও ভাবনার প্রতি সৎ থাকতে চাই,’’ বলেছেন এনরিকে। বার্সার টেকনিক্যাল সচিবকে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলেও এনরিকে মন্তব্য করেন। তাঁর বার্সা-আয়ু আর তিন মাসের। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ০-৪ গোলে পিছিয়ে থাকার ঘাটতি মেটানোর চ্যালেঞ্জ থাকছে। এনরিকে বলছেন, ‘‘খুব কঠিন হবে ০-৪ থেকে ফেরাটা। তবে সকলের সমর্থনে নিশ্চয়ই সেরাটা দেওয়ার চেষ্টা করবে দল।’’

উত্তরসূরির দৌড়ে

জর্জ সাম্পাওলি

• এখন সেভিয়ার কোচ। আর্জেন্তিনীয় বলে লিও মেসির সঙ্গে পরিচিত। সেই তথ্য পক্ষে যেতে পারে। সেভিয়া এ বার লা লিগায় খেতাবের দৌড়ে রয়েছে বলেই সাম্পাওলি-কে নিয়ে বাড়তি হইচই।

• আসার সম্ভাবনা: ৬০ শতাংশ।

খুয়ান কার্লোস উনজু

• বার্সায় এখন এনরিকের প্রধান সহকারী। এনরিকে নাকি তাঁর নামই প্রস্তাব করেছেন উত্তরসূরি হিসাবে। কয়েকটি কোপা দেল রে ম্যাচে সাইডলাইন থেকে দলকে তিনিই নেতৃত্ব দিয়েছেন।

• আসার সম্ভাবনা: ২০ শতাংশ।

লরাঁ ব্লঁ

• বার্সেলোনার প্রাক্তন ডিফেন্ডার। খুবই সম্মানীয় কোচ। ২০১৩-১৫ প্যারিস সঁ জরমঁ-কে সেরা ফর্মে নিয়ে গিয়েছিলেন। এই সময়ে ১১টি ট্রফি জিতেছিল তারা। পিএসজি থেকে নতুন ফুটবলার কিনতে পারে বার্সা।

• আসার সম্ভাবনা: ১৫ শতাংশ।

রোনাল্ড কোম্যান

• এভার্টনের বর্তমান কোচ। ডাচ গুরু বার্সেলোনায় খেলেছেন, সহকারী কোচও ছিলেন। স্পেনে কোচিংয়ের অভিজ্ঞতা আছে। ভ্যালেন্সিয়ার হয়ে কোপা দেল রে জিতেছেন। আর কোনও সাফল্য নেই।

• আসার সম্ভাবনা: ১০ শতাংশ।

Luis Enrique Barcelona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy