কয়েক দিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন ডি. গুকেশের কাছে ক্ল্যাসিকাল দাবায় হেরে টেবিলে ঘুসি মেরেছিলেন ম্যাগনাস কার্লসেন। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন, বিশ্বের এক নম্বর দাবাড়ুর সেই ছবি ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। কয়েক দিন পরে ক্রোয়েশিয়ায় র্যাপিড দাবায় ফের গুকেশের কাছে হেরেছিলেন কার্লসেন। যা ঝড় তুলে দিয়েছিল দাবা বিশ্বে। এমনকী কিংবদন্তি গ্যারি কাসপারভও বলেছিলেন, ‘‘এই হারে কার্লসেনের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে গুকেশ।’’ আবারও এক ভারতীয় দাবাড়ুর কাছে হারলেন কার্লসেন। এ বার তাঁর নামআর. প্রজ্ঞানন্দ।
লাস ভেগাসে ফ্রিস্টাইল দাবার গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে কার্লসেনকে হারিয়ে চমকে দিলেন প্রজ্ঞানন্দ। সাদা ঘুঁটি নিয়ে শুরু করে চতুর্থ রাউন্ডে মাত্র ৩৯ চালেই নরওয়ের তারকাকে মাত দেন তিনি। দিনের শেষে ৪.৫ পয়েন্ট পেয়ে ‘গ্রুপ হোয়াইট’-এর শীর্ষে রয়েছেন প্রজ্ঞানন্দ। কোয়ার্টার ফাইনালেও যোগ্যতা অর্জন করেছেন তিনি। অন্য দিকে প্রজ্ঞার পরে লেভন অ্যারোনিয়ানের কাছে হারের ফলে প্রথম দুইয়ে শেষ করার কোনও সম্ভাবনাই নেই কার্লসেনের। তিনি সর্বোচ্চ তৃতীয় স্থানে শেষকরতে পারেন।
কার্লসেন প্রতিযোগিতা শুরু করেছিলেন দুই প্রতিযোগীকে হারিয়ে। কিন্তু পরে হারেন প্রজ্ঞানন্দ এবং ওয়েসলি সো-এর বিরুদ্ধে। পরে দু’টি ম্যাচ ড্র করেন। গ্রুপের শেষ ম্যাচে জিতলেও প্লে-অফে ফের হারেন তিনি আরোনিয়ানের বিরুদ্ধে। ১৬ জন দাবাড়ুকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ভাগ করা হয়েছে দুটি বিভাগে। প্রতি বিভাগে আছেন আট জন দাবাড়ু। প্রতি বিভাগ থেকে প্রথম চারে যাঁরা থাকবেন, উঠবেন কোয়ার্টার ফাইনালে। প্রতিযোগিতার নিয়ম এমন ভাবে করা হয়েছে যাতে প্রথম পর্বে যাঁরা পিছিয়ে পড়বে তাঁদের পরে শীর্ষে শেষ করার সম্ভাবনা নেই। তাই কার্লসেন বাকি ম্যাচ জিতলেও তৃতীয় স্থানের বেশি উঠতে পারবেন না। তিনি এই মুহূর্তে চার পয়েন্ট নিয়ে আছেন ‘গ্রুপ হোয়াইট’-এর চার নম্বরে।
এ দিন, শুরু থেকেই খেলায় আধিপত্য দেখান প্রজ্ঞানন্দ। তাঁর নিখুঁত চাল দেওয়ার মাত্রা ছিল ৯৩.৯ শতাংশ। কার্লেসনের ক্ষেত্রে যা ছিল ৮৪.৯ শতাংশ। ম্যাচের পরে তিনি বলেছেন, “ক্লাসিকাল ফর্ম্যাটের থেকে আমার ফ্রিস্টাইল দাবা খেলতে এখন বেশি ভাল লাগে।” প্রজ্ঞার এই জয় আরও বেশি তাৎপযপূর্ণ কারণ এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক স্বয়ং কার্লসেন। ফলে যিনি নতুন এই দাবা প্রতিযোগিতা সৃষ্টি করেছেন তাঁকেই মাত দিলেন প্রজ্ঞা।
এর আগেও প্রজ্ঞা বেশ কয়েক বার হারিয়েছেন কার্লসেনকে। এই জয়ের ফলে ক্লাসিকাল, র্যাপিড এবং ব্লিৎজ় এই তিন ফর্ম্যাটেই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর নজির গড়লেন প্রজ্ঞা। ১৯ বছর বয়সি ভারতীয় তারকার এই সাফল্য আরও এক বার প্রমাণ করল ভারতের তরুণ দাবাড়ুরা কতটা চাপে রেখেছেন কার্লসেনকে। গুকেশ এই প্রতিযোগিতায় খেলছেন না। তবে প্রজ্ঞা ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন আর এক ভারতীয়অর্জুন এরিগাইসি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)