Advertisement
০৩ মে ২০২৪

বার্সেলোনার পর্যায়ে যায়নি ম্যান সিটি, বলছেন পেপ

বার্সেলোনায় একদা লিও মেসিদের প্রাক্তন ম্যানেজার গুয়ার্দিওলা চলতি মরসুমে বের্নাদো সিলভা, আগুয়েরো-দের নিয়ে দুরন্ত সাফল্য দিচ্ছেন ম্যান সিটি-কে।

সংযত: দুরন্ত ফর্মে তাঁর দল। কিন্তু আত্মতুষ্টি নেই গুয়ার্দিওলার। ছবি: এএফপি

সংযত: দুরন্ত ফর্মে তাঁর দল। কিন্তু আত্মতুষ্টি নেই গুয়ার্দিওলার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ০৫:০৫
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগের মতোই চ্যাম্পিয়ন্স লিগেও মসৃণ ভাবে খেতাবের দিকে এগোচ্ছে পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি।

চলতি মরসুমে ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও ম্যাচে হারেনি ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগেও প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে সুইৎজারল্যান্ডে গিয়ে এফসি বাসেল-কে ৪-০ হারিয়ে শেষ আটে যাওয়ার কাজটা অনেকটাই এগিয়ে রেখে এসেছেন পেপ গুয়ার্দিওলা। কিন্তু তা সত্ত্বেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ ম্যান সিটির এই স্প্যানিশ কোচ। বলছেন, ‘‘নব্বই মিনিটে ৪-০ এগিয়ে থাকলেও, পরের নব্বই মিনিটে কী হবে তা জানা নেই কারও। কাজেই অতিরিক্ত আত্মবিশ্বাসে ডুবে থাকার পরিবর্তে এফসি বাসেল-এর বিরুদ্ধে মনোনিবেশ করতে বলেছি ছেলেদের। হয়তো আমরা কোয়ার্টার ফাইনালে প্রায় উঠেই গিয়েছি। কিন্তু শেষ বাঁশি বাজা না পর্যন্ত ফুটবলে কেউ জেতে না।’’

বার্সেলোনায় একদা লিও মেসিদের প্রাক্তন ম্যানেজার গুয়ার্দিওলা চলতি মরসুমে বের্নাদো সিলভা, আগুয়েরো-দের নিয়ে দুরন্ত সাফল্য দিচ্ছেন ম্যান সিটি-কে। ইতিমধ্যেই লিগ কাপ জিতে ফেলেছেন ভিনসেন্ট কোম্পানি-রা। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়েও দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-এর থেকে ১৬ পয়েন্টে এগিয়ে অনেকটাই নিশ্চিন্তে। যা দেখে ইতিমধ্যেই ফুটবল বিশেষজ্ঞরা তুলনা টানছেন বার্সেলোনা ক্লাবে গুয়ার্দিওলার ম্যানেজার হিসেবে থাকার সময়ের সাফল্যকে। কিন্তু তাতেও ম্যান সিটি ম্যানেজার তা মানতে নারাজ। বরং তিনি বলছেন, ‘‘ম্যান সিটি এখনও বার্সেলোনার পর্যায়ে পৌঁছায়নি। বার্সেলোনার সঙ্গে ম্যান সিটির তুলনা করা ঠিক হবে না। কারণ, ওই দলটা গত দশ বছর ধরে দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে আমরা এখনও মোটে একটা খেতাব জিতেছি।’’

অনন্য কীর্তির মালিক মেসি, বাকি আছে কিছু রেকর্ডও

সাতচল্লিশ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবল ম্যানেজার বার্সেলোনায় চার মরসুম ছিলেন। জিতেছেন ১৪ টা ট্রফি। যার মধ্যে রয়েছে তিনটি লা লিগা এবং দু’টি চ্যাম্পিয়ন্স লিগ। বলছেন, ‘‘বার্সেলোনার সঙ্গে তুলনায় যেতে গেলে এই ম্যান সিটি-কে এখনও অনেকটা পথ হাঁটতে হবে।’’

চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে ম্যান সিটি বস্ আরও বলছেন, ‘‘ছেলেদের মনে রাখতে হবে, এটা চ্যাম্পিয়ন্স লিগ। এই লিগটার বিশেষত্ব হল কখন কোন দল কাকে পিছনে ফেলে এগিয়ে যাবে কারও জানা নেই। কাজেই ৪-০ এগিয়ে থাকলেও বাসেল-কে মোটেও হালকা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE