ম্যানচেস্টার ইউনাইটেড ৩ (মার্কাস-২, হেরেরা)
আর্সেনাল ২ (ওয়েলব্যাক, ওজিল)
ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়ান্ডার বয়ের তকমাটা এল বলে। পর পর দুই ম্যাচে জোড়া গোল। বয়স মাত্র ১৮। গত ম্যাচেই বৃহস্পতিবার ইউরোপা লিগে মিডজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে জোড়া গোল করে চমকে দিয়েছিলেন অ্যাকাডেমির এই ছাত্র। সদ্য যোগ দিয়েছেন সিনিয়র দলে। হঠাৎ করেই জানতে পারেন প্রথম দলে খেলছেন তিনি। তার পরই শিরোনামে চলে আসেন মার্কাস র্যাশফোর্ড। আর আজ ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু থেকেই আর্সেনালের বিরুদ্ধে নেমে পড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। নেমেই আবার যেন আগের ম্যাচের অ্যাকশন রিপ্লে দেখালেন।