Advertisement
E-Paper

নতুন ফিটনেস শর্তে প্রথম টেস্টে ক্লার্কই নেতা

আহত মাইকেল ক্লার্ককে অধিনায়ক করেই বারো জনের দলে রাখল রডনি মার্শ-মার্ক ওয়র নির্বাচক কমিটি। কিন্তু ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলীয় অধিনায়কের খেলা নিয়ে টানাপড়েন অব্যাহত। স্টিভন স্মিথও চব্বিশ ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে-তে থাই মাসলে চোট পেয়েছেন। এ দিন স্ক্যানও হয়েছে। কিন্তু তিনিও প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলে আছেন। স্মিথ নাকি নিজে নির্বাচকদের জানিয়েছেন, তিনি ৪ ডিসেম্বরের আগে ফিট হয়ে যাবেন।

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৬

আহত মাইকেল ক্লার্ককে অধিনায়ক করেই বারো জনের দলে রাখল রডনি মার্শ-মার্ক ওয়র নির্বাচক কমিটি। কিন্তু ব্রিসবেনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে অস্ট্রেলীয় অধিনায়কের খেলা নিয়ে টানাপড়েন অব্যাহত। স্টিভন স্মিথও চব্বিশ ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে-তে থাই মাসলে চোট পেয়েছেন। এ দিন স্ক্যানও হয়েছে। কিন্তু তিনিও প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলে আছেন। স্মিথ নাকি নিজে নির্বাচকদের জানিয়েছেন, তিনি ৪ ডিসেম্বরের আগে ফিট হয়ে যাবেন।

ক্লার্কের ব্যাপারটা আরও জটিল। হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা অজি ক্যাপ্টেনের আজই ছিল প্রথম টেস্টে দলে ঢোকার ডেডলাইন। মার্শদের নির্দেশ ছিল, সোমবার ভারতীয় দলের প্রথম প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে নেতৃত্ব দিতে হবে ক্লার্ককে। ওই দু’দিনের ম্যাচে তাঁকে প্রমাণ দিতে হবে তিনি ফিট। ক্লার্ক শেষ মুহূর্তে প্রস্তুতি ম্যাচ থেকে সরে যান। সঙ্গে এটাও জানিয়ে যে, তিনি আগামী শনিবার ঘরোয়া ম্যাচে খেলে নিজের সুস্থতার প্রমাণ দেবেন। তার পরে নির্বাচকরা ক্লার্ককে প্রথম টেস্টের দলে অধিনায়ক রেখে দিলেও নতুন শর্ত দেন যে, তাঁকে বুধবারের মধ্যে প্র্যাক্টিস এবং সবচেয়ে বড় কথা মাঠে দৌড় শুরু করতে হবে। নইলে প্রথম টেস্টে তিনি বাদ। যার উত্তর এখনও আসেনি ক্লার্কের থেকে। ক্লার্ক শেষমেশ গাব্বায় নামতে না পারলে সহ-অধিনায়ক ব্র্যাড হাডিন কিপিংয়ের পাশাপাশি নেতৃত্বও দেবেন। যে দলে একমাত্র নতুন মুখ হিসাবে এ দিন জায়গা পেয়েছেন নিউ সাউথ ওয়েলসের পেসার জশ হ্যাজেলউড। এ বার ঘরোয়া মরসুমের গোড়া থেকে যিনি আগুন ঝরাচ্ছেন অজি ক্রিকেটে। টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছে চোটমুক্ত শেন ওয়াটসনের। তবে সদ্য আমিরশাহিতে পাকিস্তানের কাছে টেস্ট সিরিজ হারা দল থেকে বাদ পড়েছেন ম্যাক্সওয়েল এবং স্টার্ক।

প্রথম টেস্টের দল: রজার্স, ওয়ার্নার, ওয়াটসন, ক্লার্ক (অধিনায়ক), স্মিথ, মার্শ, হাডিন, জনসন, হ্যারিস, সিডল, লিয়ঁ এবং হ্যাজেলউড।

india australia series austrlian team michael clarke ruled out first test James Sutherland cricket sports news online news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy