Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রিভার্স সুইংয়ে ভারতকে শেষ করতে চান স্টার্ক

প্রথম টেস্টে ভারতকে হারিয়ে দেওয়ার পরে অস্ট্রেলিয়া শিবিরে স্টিভ ও’কিফের পাশাপাশি নায়ক হিসেবে উঠে এসেছেন এক ভারতীয়— শ্রীধরন শ্রীরাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০৪:০১
Share: Save:

প্রথম টেস্টে ভারতকে হারিয়ে দেওয়ার পরে অস্ট্রেলিয়া শিবিরে স্টিভ ও’কিফের পাশাপাশি নায়ক হিসেবে উঠে এসেছেন এক ভারতীয়— শ্রীধরন শ্রীরাম।

বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার গেমপ্ল্যানে বেশ বড় একটা অংশ হয়ে উঠতে চলেছে আরও একটি ভারতীয় নাম— রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বা বলা ভাল, আরসিবি-তে খেলা এক বোলার। তিনি— মিচেল স্টার্ক।

দু’টো মরসুম বিরাট কোহালির টিমের সঙ্গে কাটিয়ে এসেছেন তিনি। আর সেই অভিজ্ঞতা থেকেই শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্টের আগে টিমকে কয়েকটা পরামর্শ দিতে চান স্টার্ক।

যেমন, প্রথম ইনিংসে বড় স্কোর করতে হবে ব্যাটসম্যানদের। দুই, নতুন বলের চেয়েও গুরুত্ব দিতে হবে পুরনো বলকে। তিন, যাতে বল তাড়াতাড়ি রিভার্স সুইংয়ের জন্য তৈরি হয়ে যায়, তার উপর নজর দিতে হবে। যেমন, ফিল্ডারদের বলের এক দিকের পালিশটা ঠিক রাখতে হবে। চার, টেস্টের আগে নেটেও রিভার্স সুইংয়ের অনুশীলন চালাতে হবে তাঁকে আর জস হ্যাজলউডকে।

আরও পড়ুন: ম্যাচ রেফারির রায়, পুণে পিচ ছিল নিম্নমানের

মোদ্দা কথায়, এই মুহূর্তে বিশ্বের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার বলছেন, বেঙ্গালুরুর উইকেটে রিভার্স সুইংয়েই মারতে হবে ভারতকে।

আপনার পরামর্শ কী হবে টিমকে? স্টার্ক বলেছেন, ‘‘আমরা জানি, প্রথম ইনিংসের রানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যদি একটা ইউনিট হিসেবে খেলতে পারে, বড় রান তুলতে পারে, তা হলে আমরা দারুণ জায়গায় থাকব। কারণ আমরা জানি, ওদের কুড়িটা উইকেট নেওয়ার মতো বোলার আমাদের আছে। সে উইকেট স্পিন করুক বা রিভার্স।’’ ।

ভারতে খেলার অভিজ্ঞতা থেকে স্টার্ক একটা জিনিস খুব ভাল করে বুঝে গিয়েছেন। নতুন বলে খুব বেশি সুইং পাবেন না। যা করতে হবে তাই বলটা পুরোনো হলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mitchell Starc Australia Roars
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE