ইস্টবেঙ্গলের ট্রায়ালে নেমে প্রথম দিনই নজর কাড়লেন আনসুমানা ক্রোমা। আর লাল-হলুদ শিবিরে ক্রোমার নজর কাড়ার দিনেই সনি নর্দের বিকল্প পেয়ে গেল মোহনবাগান। নেপালের জাতীয় দলের স্ট্রাইকার বিমল ঘারতি মগর-কে দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে। নেপাল ফুটবলে বিমল-কে ‘বিষ্ময় বালক’ বলা হতো। ইউরোপের বিখ্যাত ক্লাব আন্ডারলেখট-এর যুব দলে খেলেছেন তিনি।
আই লিগের মাঝপথে লাইবিরিয়ার স্ট্রাইকার ক্রোমাকে ছেঁটে ফেলেছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলও ছেড়ে দেয় চার্লস ডি’সুজা ও উইলিস প্লাজা-কে। চার্লসের বিকল্প হিসেবে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ডুডু ওমাগবেমি। প্লাজার পরিবর্ত হিসেবে ক্রোমাকে ট্রায়ালে ডাকে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। লাল-হলুদ জার্সি গায়ে শনিবারই প্রথম মাঠে নামলেন মোহনবাগানের বাতিল স্ট্রাইকার।
এ দিন সকালে বারাসত স্টেডিয়ামে অনুশীলনে ক্রোমার পারফরম্যান্সে সন্তুষ্ট টেকনিক্যাল ডিরেক্টর মনোরঞ্জন ভট্টাচার্য বলেছেন, ‘‘ক্রোমার ব্যাপারে কোচের সঙ্গে কথা বলেছি। তবে রবিবার অনুশীলনে ওকে আরও একবার দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ তিনি আরও বলেছেন, ‘‘ক্রোমা অনেকটা মহম্মদ আল আমনার মতোই খেলে। মাঝমাঠে খেলা তৈরি করে। ওর খেলা আগেও দেখেছি। মনে হয় না ওকে নিলে কোনও সমস্যা হবে।’’