Advertisement
E-Paper

আজ গোলসংখ্যা বাড়ানোর লড়াই ডিকা-হেনরিদের

কলকাতা প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিপক্ষ মোহনবাগানের। যে ম্যাচে সবুজ-মেরুন শিবিরের আক্রমণে ডিকার সঙ্গী হবেন উগান্ডার স্ট্রাইকার হেনরি কিসেক্কা। তিনিও তাঁবু ছেড়ে গাড়িতে ওঠার আগে বলে গেলেন, ‘‘আমি গোল পেলাম কি না সেটা বড় কথা নয়। আসল ব্যাপার হল, তিন পয়েন্ট নিয়ে ফিরতে হবে। তার জন্য যত বেশি সম্ভব গোল চাই আমাদের।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৮ ০৪:৪৪
মহড়া: লিগ জেতাই এখন পাখির চোখ মোহনবাগানে। ফাইল চিত্র

মহড়া: লিগ জেতাই এখন পাখির চোখ মোহনবাগানে। ফাইল চিত্র

অনুশীলনের শেষ পর্বে মাঠ ছাড়ার আগে মোহনবাগান গোলরক্ষক শঙ্কর রায়কে ইশারায় ডাকলেন দিপান্দা ডিকা। তার পরে শঙ্করকে গোলে দাঁড় করিয়ে শুরু করলেন পেনাল্টি মারার অনুশীলন। একটি করে গোল করছিলেন আর সতীর্থদের সঙ্গে চলছিল ডিকার হাসি-ঠাট্টা। পরে বলে গেলেন, ‘‘গোলের সামান্য সুযোগও এখন নষ্ট করা যাবে না। তাই পেনাল্টি অনুশীলনটাও সেরে রাখলাম।’’

কলকাতা প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে পশ্চিমবঙ্গ পুলিশ প্রতিপক্ষ মোহনবাগানের। যে ম্যাচে সবুজ-মেরুন শিবিরের আক্রমণে ডিকার সঙ্গী হবেন উগান্ডার স্ট্রাইকার হেনরি কিসেক্কা। তিনিও তাঁবু ছেড়ে গাড়িতে ওঠার আগে বলে গেলেন, ‘‘আমি গোল পেলাম কি না সেটা বড় কথা নয়। আসল ব্যাপার হল, তিন পয়েন্ট নিয়ে ফিরতে হবে। তার জন্য যত বেশি সম্ভব গোল চাই আমাদের।’’

১২ দলের লিগে পাঁচ ম্যাচের পরে মোহনবাগানের পয়েন্ট ১৩। চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ক্লাব ইস্টবেঙ্গলও সমসংখ্যক ম্যাচের পরে দাঁড়িয়ে সেই ১৩ পয়েন্টেই। কিন্তু গোল পার্থক্যে মোহনবাগান দ্বিতীয় স্থানে। যা সবুজ-মেরুন তাঁবুতে ফিরিয়ে আনছে গত বছরের কলকাতা লিগ না পাওয়ার স্মৃতি। যেখানে গোলপার্থক্যে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল খালিদ জামিলের ইস্টবেঙ্গল। মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীও বলছেন, ‘‘লিগের মাঝপথে পৌঁছে গিয়েছি আমরা। এখন কোনও শিথিলতা দেখতে চাই না দলে। গোল নষ্ট করা চলবে না। একই সঙ্গে বাড়াতে হবে গোলসংখ্যা। অতীত উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে বলেছি ড্রেসিংরুমে। এ বার নব্বই মিনিট কড়া ও কার্যকরী ফুটবল দরকার।’’ মোহনবাগান কোচ সঙ্গে যোগ করেন, ‘‘এ বার মুহূর্তের ভুলে গোল খাওয়া বা গোল নষ্ট করা চলবে না কোনও মতেই। বার বার সে কথাই বুঝিয়ে বলা হয়েছে সকলকে।’’

প্রতিপক্ষ পশ্চিমবঙ্গ পুলিশ চার ম্যাচে সংগ্রহ করেছে মাত্র এক পয়েন্ট। দলে কোনও বিদেশি নেই। অবনমন বাঁচানোর লড়াই তুঙ্গে পুলিশকর্মীদের। ফলে এই ম্যাচ থেকে মোহনবাগানের তিন পয়েন্ট পাওয়া সময়ের অপেক্ষা। সে প্রসঙ্গ উঠলে শঙ্করলাল বলে দেন, ‘‘ইস্টবেঙ্গলের কাছে হারলেও রেনবোর বিরুদ্ধে বারাসত স্টেডিয়ামে আয়োজিত পশ্চিমবঙ্গ পুলিশের ম্যাচটা দেখেছি। কাজেই পয়েন্টের জন্য ওরাও মরিয়া হবে। রক্ষণে ভুল করা চলবে না।’’

শনিবারের ম্যাচে কার্ড সমস্যায় শঙ্করলাল পাচ্ছেন না তাঁর রক্ষণের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার স্টপার এজে কিংসলে এবং রাইটব্যাক অরিজিৎ বাগুইকে। সেই জায়গায় খেলবেন গুরজিন্দর কুমার এবং অমেয় গণেশ রানাওয়াড়ে।

শনিবার কলকাতা প্রিমিয়ার লিগ: মোহনবাগান বনাম পশ্চিমবঙ্গ পুলিশ (মোহনবাগান, ৪-৩০)। সরাসরি সাধনা নিউজে।

Football Calcutta Football League CFL Mohun Bagan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy