মোহনবাগান ২ এরিয়ান ০
কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বির চার দিন আগে স্বস্তির জয়। দুরন্ত ছন্দে মোহনবাগানের দুই প্রধান অস্ত্র দিপান্দা ডিকা ও হেনরি কিসেক্কা। বুধবার কল্যাণী স্টেডিয়ামে এরিয়ানকে হারানোর পর থেকেই মোহনবাগান সমর্থকদের গলায় হুঙ্কার, ডার্বিতে ডিকাদের আটকানোর ক্ষমতা নেই ইস্টবেঙ্গলের। ব্যতিক্রম কোচ শঙ্করলাল চক্রবর্তী। তিনি এগিয়ে রাখছেন ইস্টবেঙ্গলকেই!
পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন পিন্টু মাহাতোরা, এ দিন কল্যাণীতে সেখান থেকেই শুরু করলেন। অর্থাৎ, ম্যাচের শুরু থেকেই নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে আক্রমণের ঝড় তোলা। চার মিনিটেই এগিয়ে যেতে পারত মোহনবাগান। কিন্তু অভিষেক আম্বেকরের দূরপাল্লার শট কোনও মতে বাঁচান এরিয়ান গোলরক্ষক সৌভিক সাঁতরা। যদিও পাঁচ মিনিটের মধ্যেই শিল্টন ডি’সিলভার গোলে এগিয়ে যায় মোহনবাগান। নেপথ্যে হেনরি।