Advertisement
০২ মে ২০২৪

স্টোক ম্যাচে হার, মোরিনহোর বিদায় নিয়ে চলছে জল্পনা

ডায়নামো কিয়েভের কাছে জয়ও জোসে মোরিনহোর বিপদ কাটাতে পারল না। চ্যাম্পিয়ন্স লিগে জেতার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের প্রিমিয়ার লিগে হারের ধাক্কায়। শনিবার স্টোক সিটির কাছে অ্যাওয়ে ম্যাচে চেলসির ০-১ হারের পর ইংরেজ মিডিয়ায় জোর জল্পনা চলছে চেলসি ম্যানেজারের দিন শেষ।

আসল নয়। স্টোক ম্যাচে মোরিনহোর মুখোশ পরে চেলসি সমর্থক। শনিবার। ছবি: রয়টার্স

আসল নয়। স্টোক ম্যাচে মোরিনহোর মুখোশ পরে চেলসি সমর্থক। শনিবার। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৫ ০৩:২৭
Share: Save:

ডায়নামো কিয়েভের কাছে জয়ও জোসে মোরিনহোর বিপদ কাটাতে পারল না। চ্যাম্পিয়ন্স লিগে জেতার আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের প্রিমিয়ার লিগে হারের ধাক্কায়। শনিবার স্টোক সিটির কাছে অ্যাওয়ে ম্যাচে চেলসির ০-১ হারের পর ইংরেজ মিডিয়ায় জোর জল্পনা চলছে চেলসি ম্যানেজারের দিন শেষ।

স্টোক ম্যাচে স্টেডিয়ামে ছিলেন না মোরিনহো। এক ম্যাচ স্টেডিয়াম নির্বাসনের কারণে। তবে চেলসি সমর্থকরা কোচের অনুপস্থিতির অভাব ভরিয়ে দিয়েছিলেন তাঁর প্রচুর মুখোশ আর স্টেডিয়ামে মোরিনহোর বিরাট কাট আউট হাজির করে। যা দেখে টুইটারে হাসাহাসি শুরু হয়ে যায়, এত মুখোশের আড়ালে নিষেধাজ্ঞা না মেনে সত্যিই যদি মোরিনহো হাজির হন তাঁকে কে ধরবে?

শোনা যাচ্ছিল মোরিনহো টিম হোটেলে বসে খেলা দেখছেন। কিন্তু কেউই নাকি জানতেন না চেলসির টিম হোটেলটা ঠিক কোথায়। অনেকে মজা করে এমনও বলছিলেন চেলসি আসলে উঠেছে সেন্ট জর্জেস পার্কে এফএ-র হেডকোয়ার্টারে। এফএ-র নির্বাসনের শাস্তি ঠিকমতো পালন করছেন কি না সেটা নজরে রাখার এর থেকে ভাল ব্যবস্থা আর কী হতে পারে। এতে মোরিনহোর বিখ্যাত রসিকতারও ছোঁয়া দেখছিলেন কেউ কেউ।

দ্বিতীয়ার্ধে এক বার মোরিনহোর ছায়াও দেখা গেল। দিয়েগো কোস্তাকে স্টোক সিটির বক্সে ফাউল করার পরও যখন রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। হঠাৎ চেলসির এক সহকারী কোচকে ব্যঙ্গ করে হাততালি দিতে দেখা যায়। মোরিনহো যা দেখে নিশ্চিত ভাবে গর্বিত হতেন। তবে তাতেও লাভ হল কোথায়! দ্বিতীয়ার্ধের গোড়ায় আরনাতোভিচের গোলের জবাব দিতে পারেনি চেলসি। প্রিমিয়ার লিগে সাত নম্বর ম্যাচ হেরে মোরিনহোর টিম এখন পয়েন্ট তালিকায় নেমে গিয়েছে ১৬ নম্বরে। ১২ ম্যাচে চেলসির পয়েন্ট ১১।

যে হারের পর বলা হচ্ছে চেলসির মালিক রোমান আব্রামোভিচের ধৈর্য্য শেষের পথে। কিয়েভকে হারালেও চেলসি কোচকে খুব তাড়াতাড়িই ছাঁটাইয়ের চিঠি ধরানো হবে। আব্রামোভিচ দেরি করছেন নাকি একটাই কারণে, মোরিনহোর উপর দর্শকদের সমর্থন। যত কুৎসিত হারই হোক না কেন চেলসি সমর্থকরা এখনও আস্থা হারাননি কোচের উপর। তাই আর একটু দেখতে চাইছেন আব্রামোভিচ। তবে ভিতরে ভিতরে কাঁপুনিটা বোধহয় টের পেতে শুরু করেছেন স্পেশাল ওয়ানও। সমর্থকরা আর কত পাশে দাঁড়াবে। আর একটা ম্যাচ হারলেই সেটাও হয়তো শেষ। সঙ্গে মোরিনহোর চেলসির চাকরিও।

অন্য খেলায়

নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ার্ল্ড রান ডে উপলক্ষ্যে ১২ কিমি দৌড়ে চ্যাম্পিয়ন ঝুমা খাতুন ও ফৈজুর রহমান। অংশ নেন এক হাজার অ্যাথলিট।

বিটিটিএ-র পরিচালনায় বিএন চট্টরাজ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ ১৪-১৬ নভেম্বর ভবানীপুর ব্যায়াম সঙ্ঘে। যোগদানের শেষ তারিখ ১০ নভেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mourinho Stoke City Chelsea sacked beat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE