Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এক দিনে তিনটি নজির গড়লেন ধোনি

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৭৮ করলেন ধোনি। দুটো ছয় ও চারটে বাউন্ডারির সৌজন্যে দুরন্ত ফর্মে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ১০:১৪
Share: Save:

এক দিনে তিনটে রেকর্ডের মালিক মহেন্দ্র সিংহ ধোনি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৭৮ করলেন ধোনি। দুটো ছয় ও চারটে বাউন্ডারিতে দুরন্ত ফর্মে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭৮ রানের সৌজন্যে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ওয়ান ডে রানের তালিকায় চতুর্থতে উঠে এলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ওয়ান ডে-তে ধোনির রান ৯৪৪২। টপকালেন মহম্মদ আজহারউদ্দিনকে। যাঁর রান ছিল ৯৩৭৮।

এ ছাড়াও ওয়ান ডে-তে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় পাঁচ নম্বরে উঠে এলেন ধোনি। নিজের ওয়ান ডে কেরিয়ারে মোট ৩২২টা ছয় মেরে যে তালিকায় শাহিদ আফ্রিদি(৪৭৬), ক্রিস গেল(৪৩৪), ব্রেন্ডন ম্যাকালাম(৩৯৮) ও সনৎ জয়সূর্যের(৩৫২) পরেই থাকলেন ধোনি। সঙ্গে আবার উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যেও দ্বিতীয় সর্বোচ্চ রান প্রাক্তন ভারত অধিনায়কের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE