এবার শেন ওয়ার্নের টি২০ একাদশেও মুস্তাফিজুর রহমান। বেশিদিন হয়নি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে বল হাতে নেমেছেন তিনি। সাতক্ষীরার গ্রাম থেকে জাতীয় দলের জার্সিতেই নজর কেড়েছিলেন। বিশ্ব ক্রিকেটের সিংহাসনে তাঁকে বসিয়ে দিল আইপিএল। তখন থেকেই মুখে মুখে ঘুরছে মুস্তাফিজ দ্য কাটার মাস্টারের নাম। কার প্রসংশা পাননি তিনি। সে মুথাইয়া মুরলীধরনই হোক বা আশিস নেহরা। বিশ্ব ক্রিকেটের সেরা বোলারদের মুখে ঘুরে ফিরে শোনা গিয়েছে তাঁর কথা। তাঁর বোলিংয়ের অভিনবত্ব মুগ্ধ করেছে সবাইকে। এবার মুস্তাফিজের প্রসংশায় স্বয়ং শেন ওয়ার্ন। তাঁর সেরা টি২০ দলে জায়গা করে নিয়েছেন তিনি। এশিয়া থেকে তিনি ছাড়া এই দলে জায়গা পেয়েছেন ভারতের ওয়ান্ডার বয় বিরাট কোহালি।
কেন মুস্তাফিজ ওয়ার্নের দলে? কী ভাবে নজরে এলেন তিনি? মুস্তাফিজের ধারাবাহিকতাই এর আসল কারণ বলে জানিয়েছেন ওয়ার্ন। ওয়ার্ন তাঁর ফেসবুকেই জানিয়েছেন তাঁর পছন্দের টি২০ একাদশ। হাতে লিখে সেই তালিকা ফেসবুকে দিয়েছেন তিনি। ম্যাকালাম, ডি’ভিলিয়ার্স, নারিনদের সঙ্গে একই তালিকায় জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর। বিশ্বের সেরাদের নিয়েই এই একাদশ তৈরি করেছেন ওয়ার্ন। ওয়ার্নের দলে কিন্তু মিচেল স্টার্কের সঙ্গে ওপেনিং বোলিংয়ে কিন্তু থাকবেন মুস্তাফিজুরই।
দেখুন ওয়ার্নের সেই ফেসবুক পোস্ট
আরও খবর
ওয়ার্নের স্বপ্নের টি২০ টিমে ভারতের শুধু কোহালি!