টিম পেন বনাম ঋষভ পন্থ। ব্যাটে-কিপিংয়ের লড়াইয়ে নয়, এই দু’জনের স্লেজিংয়ের লড়াই নিয়ে কিছুদিন আগে উত্তাল হয়েছিল ক্রিকেটমহল। ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে বাড়তি উত্তেজনা যোগ করেছিল যা।
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন স্টাম্পের পিছন থেকে ঋষভ পন্থকে তাঁর ছেলের ‘বেবিসিটার’ হতে পারবেন কিনা, জানতে চেয়েছিলেন। ঋষভ আবার নতুন বছরের পয়লা দিনেই পেনের ছেলেকে কোলে ধরে ছবি তুলেছিলেন। পেনের স্ত্রী মন্তব্য করেছিলেন, ঋষভই হলেন সেরা ‘বেবিসিটার’। অবশ্য স্টাম্পের পিছন থেকে ছেড়ে দেননি ঋষভও। পেনকে তিনি চিহ্নিত করেছিলেন ‘টেম্পোরারি ক্যাপ্টেন’ হিসেবে।
এক ক্রিকেট ওয়েবসাইটে পেনের সঙ্গে কথার সেই লড়াই নিয়ে মুখ খুলেছেন ঋষভ পন্থ। তিনি বলেছেন, “স্লেজিংয়ের সময় আমি সচেতন ছিলাম। জানতাম, বিপদে পড়ার মতো কোনও কিছু বলছি না। কাউকেই অপমান করিনি, খারাপ কথা বলিনি। পুরোটাই ছিল স্বাভাবিক, কঠিন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্ট ক্রিকেট। ব্যাটসম্যানের মনসংযোগ ব্যাহত করার চেষ্টা থেকেই এগুলো বলা হয়। ব্যক্তিগত ভাবে, কখনই সীমা পার করে গিয়েছি বলে মনে করি না।”