Advertisement
E-Paper

নতুন সাজে, নয়া রেকর্ডের খোঁজে বিরাট

আজ, বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের দ্বৈরথ ছাপিয়ে উঠে আসছে এক জনের নাম। তিনি বিরাট কোহালি। ক্রিকেট দুনিয়া এখন কোহালির কাছ থেকে নতুন একটি বিশ্বরেকর্ড দেখার অপেক্ষায়। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ০৪:০৯
চমক: নতুন চুলের ছাঁটে কোহালি। ‘রকস্টার বিরাট মাঠ ও মাঠের বাইরে সব সময় ধারালো। আর অল্প কিছু রান। তার পরেই শুরু হবে উৎসব।’ ছবি টুইট করে লিখলেন অধিনায়কের হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম। মঙ্গলবার।

চমক: নতুন চুলের ছাঁটে কোহালি। ‘রকস্টার বিরাট মাঠ ও মাঠের বাইরে সব সময় ধারালো। আর অল্প কিছু রান। তার পরেই শুরু হবে উৎসব।’ ছবি টুইট করে লিখলেন অধিনায়কের হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম। মঙ্গলবার।

আজ, বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের দ্বৈরথ ছাপিয়ে উঠে আসছে এক জনের নাম। তিনি বিরাট কোহালি। ক্রিকেট দুনিয়া এখন কোহালির কাছ থেকে নতুন একটি বিশ্বরেকর্ড দেখার অপেক্ষায়। ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড।

এই রেকর্ড এখনও পর্যন্ত এক ভারতীয় কিংবদন্তির দখলেই। তিনি সচিন তেন্ডুলকর। সচিন দশ হাজার রান করেছিলেন ২৫৯ ইনিংসে। কোহালি এখনও পর্যন্ত খেলেছেন ২০৪টি ইনিংস। বুধবার যদি তাঁর ব্যাট থেকে ৮১ রান আসে, তা হলেই তিনি ভেঙে দেবেন সচিনের রেকর্ড। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে করবেন দশ হাজার রান।

সোশ্যাল মিডিয়ায় কোহালির আসন্ন রেকর্ড নিয়ে ঝড় উঠলেও, ভারত অধিনায়ক এই নিয়ে দৃশ্যত নির্লিপ্তই রয়েছেন। মঙ্গলবার বিশাখাপত্তনমের সমুদ্রের ছবি টুইট করে লিখেছেন, ‘‘দুর্দান্ত জায়গা। সে জন্যই এখানে আসতে এত ভালবাসি।’’ বিশাখাপত্তনমে পৌঁছে বাইশ গজে নামার আগে চুলের ছাঁটেও বদল এনেছেন ভারত অধিনায়ক। তাঁর হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম টুইট করেছেন, ‘‘নতুন সুপার এজি হেয়ারস্টাইল।’’ অনেকটা সেনাবাহিনীর জওয়ানদের চুলের ছাঁটের মতো কোহালির এই নতুন কেশ সজ্জা।

কোহালির সঙ্গে আরও এক জনের অপেক্ষায় থাকছে বিশাখাপত্তনম। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। এই মাঠেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন ধোনি। ১৩ বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলে ক্রিকেট বিশ্বে নিজেকে মেলে ধরেছিলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে প্রথম চারটি ইনিংসে ব্যর্থ হওয়ার পরে এখানেই করেছিলেন ১৪৮ রান। সেই ধোনির এই মাঠে এটা সাত নম্বর ওয়ান ডে। এ দিন ধোনিকে মাঠে এসে উইকেট পরীক্ষা করতে দেখা যায়। এখানে ঝোড়ো সেঞ্চুরি ছাড়াও রয়েছে একটি হাফ সেঞ্চুরি। বুধবারের ম্যাচে তিনি কী উপহার দেন, সেই অপেক্ষাতেই রয়েছেন এই বন্দরশহরের ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: বিরাটদের শো সিরিজে আরও দেখা যাবে

বুধবারের ম্যাচে অবশ্য দুপুরের দিকে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। শিশিরও এখানে একটা বড় সমস্যা। তাই টসটা গুরুত্বপূর্ণ হতে পারে। ভারত আগের ম্যাচের বারোজনের নামই এ বারও ঘোষণা করেছে। শেষ পর্যন্ত কুলদীপ যাদব না খলিল আহমেদ, কে খেলেন, সেটাই দেখার।

এ দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন অম্বাতি রায়ডু। তাঁকে এখন চার নম্বরে খেলাচ্ছে ভারত। ৩৩ বছর বয়সি ব্যাটসম্যান বলছেন, ‘‘এই নিয়ে কোনও চাপ নেই আমার। আপাতত এই সিরিজে ভাল খেলায় মন দিচ্ছি আমি। এর বাইরে কিছু ভেবে চাপে পড়তে চাই না। তবে আমার কাছে এটা নতুন নয়। অনেক দিন ধরেই মিডল অর্ডারে ব্যাট করছি। কোনও অসুবিধা নেই।’’

ইংল্যান্ডে যাওয়ার আগে ইয়ো ইয়ো টেস্টে পাস করতে না পারায় সেই সফরে দলের সঙ্গে যাওয়া হয়নি তাঁর। তবে তার পর থেকে আর নিজেকে শুধরে ফিটনেসে অনেকটাই উন্নতি করেছেন তিনি। বলেন, ‘‘চোট সারিয়ে ফেরার পর থেকেই ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন রয়েছি আমি। ইয়ো ইয়ো টেস্টের ফলের কোনও প্রভাব আমার প্রস্তুতিতে পড়েনি।’’

Cricket Cricketer Virat Kohli Sachin Tendulkar ODI বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy