মুম্বইয়ের যুব বিস্ময় পৃথ্বী শয়ের ব্যাট ঝলসে ওঠা ও দুই প্রতিভাবান ভারতীয় ব্যাটসম্যান লোকেশ রাহুল ও করুণ নায়ারের রানে ফেরা— ভারতে এসে নিউজিল্যান্ডের প্রথম প্রস্তুতি ম্যাচ থেকে উল্টে ভারতীয় ক্রিকেটই লাভবান হল এ ভাবে। ম্যাচটা ৩০ রানে জিতেও নিল বোর্ড প্রেসিডেন্ট একাদশ।
সতেরোর বিস্ময় যুবক পৃথ্বী শয়ের ব্যাট এ দিন যে ভাবে ঝলসে উঠল ব্রেবোর্ন স্টেডিয়ামে, তার পরে নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টও বলতে বাধ্য হলেন, ‘‘ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’ এই প্রথম কোনও আন্তর্জাতিক সিনিয়র দলের বিরুদ্ধে মাঠে নেমে এ দিন ৮০ বলে ৬৬ রান করে পৃথ্বী। ন’টা চার ও একটা ছয় হাঁকান তিনি।
বোর্ড দলের হয়ে ওপেন করতে নেমে পৃথ্বী ভারতীয় দলের ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েন। রাহুল ৭৫ বলে ৬৮ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৬৪ বলে ৭৮ রান করেন করুণ নায়ার। টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানের তৎপরতায় বোর্ড দল ন’উইকেটে ২৯৫ রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৬৫ রানে অল আউট হয়ে যায়।