Advertisement
E-Paper

দুরন্ত এনগিডি ভরসা দিচ্ছেন ধোনির দলকে

ধোনিকে অবশ্য স্বস্তি দিতে পারে তাঁর পেসার লুঙ্গি এনগিডির ছন্দ। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০১৮ ০৫:০৯
আকর্ষণ: আইপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে মরিয়া পঞ্জাবকে হারানোর পরে মেয়ে জিভাকে নিয়ে ধোনি। সঙ্গে তাঁর চেন্নাই সুপার কিংসের দুই সতীর্থ এনগিডি ও দীপক চাহার। ছবি: এএফপি

আকর্ষণ: আইপিএলের প্লে-অফে ওঠার লড়াইয়ে মরিয়া পঞ্জাবকে হারানোর পরে মেয়ে জিভাকে নিয়ে ধোনি। সঙ্গে তাঁর চেন্নাই সুপার কিংসের দুই সতীর্থ এনগিডি ও দীপক চাহার। ছবি: এএফপি

একটা দল দুরন্ত গতিতে শুরু করে হঠাৎ শেষ দিকে এসে হোঁচট খাচ্ছে। অন্য দলটার সমস্যা শেষ দিকের বোলিং। চলতি আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে আজ, মঙ্গলবার ওয়াংখেড়েতে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস। টানা তিনটে ম্যাচ হেরে প্লে-অফ খেলতে নামছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। অন্য দিকে, শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে হারালেও মহেন্দ্র সিংহ ধোনিকে চিন্তায় রাখবে তাঁর বোলারদের করা শেষ ওভারগুলো। যেখানে প্রচুর রান তুলছেন ব্যাটসম্যানরা। যে দল সমস্যা কাটিয়ে উঠতে পারবে, প্লে-অফে তাদেরই উঠে যাওয়ার সম্ভাবনা বেশি।

ধোনিকে অবশ্য স্বস্তি দিতে পারে তাঁর পেসার লুঙ্গি এনগিডির ছন্দ। পঞ্জাবের বিরুদ্ধে মাত্র ১০ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। অথচ এনগিডির কোনও ধারণাই ছিল না যে তাঁকে কেউ আইপিএল নিলামে কিনবেন। পঞ্জাবকে হারিয়ে উঠে এই পেসার বলেছেন, ‘‘আমি কখনও ভাবিইনি আইপিএলে খেলতে পারব। তাই চেন্নাই আমাকে নেওয়ায় চমকে গিয়েছিলাম। চেন্নাইয়ের কোচেরা এবং ধোনি আমাকে যে ভাবে সাহায্য করেছে, তাতে আমি অভিভূত।’’

আইপিএলের মঞ্চে খেলার সুযোগ পেয়ে কৃতিত্ব এনগিডি। বলছেন, ‘‘এই রকম বিশাল সংখ্যক দর্শকের সামনে আমি কখনও খেলিনি। আইপিএলের মতো মঞ্চেই প্রমাণ হয়ে যায় এক জন কত বড় ক্রিকেটার। এ রকম একটা মঞ্চে নিজেকে প্রমাণ করতে পেরে খুব ভাল লাগছে।’’

রবিবার পুণের যে পিচে চেন্নাই-পঞ্জাব ম্যাচ হয়েছে, সেখানে পেসাররা অনেক সাহায্য পেয়েছেন। বল সুইং করেছে, বাউন্সও ছিল। এনগিডি জানাচ্ছেন, পিচটা দেখেই তিনি খুশি হয়ে গিয়েছিলেন। ‘‘প্রথম ওভার যখন দীপক (চাহার) বল করল, তখনই বুঝেছিলাম, সুইং পাওয়া যাবে। তার পরে দেখলাম, বাউন্সও আছে। প্রথম বলটা করেই বুঝে যাই, এটা আমার পছন্দের পিচ হতে চলেছে। আমি শুধু লাইন-লেংথটা ঠিক রাখতে চেয়েছিলাম।’’

পরীক্ষা: উইলিয়ামসনের সামনে নতুন লড়াই। ফাইল চিত্র

এ বার অবশ্য পুণেতে নয়, ধোনিদের খেলতে হবে ওয়াংখেড়েতে। যেখানে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন। তবে পিচে বাউন্সও থাকবে বলে মনে করা হচ্ছে। হায়দরাবাদের পেস আক্রমণও খারাপ নয়। ভুবনেশ্বর কুমারের সঙ্গে রয়েছেন দুই তরুণ ভারতীয় পেসার— সিদ্ধার্থ কল এবং স়ন্দীপ শর্মা। আছেন দুই স্পিনার রশিদ খান এবং শাকিব-আল-হাসান। তবে হায়দরাবাদকে কিন্তু গ্রুপ লিগের ম্যাচে হারিয়ে এসেছে চেন্নাই। ফলে আত্মবিশ্বাসের দিক দিয়ে ধোনিরাই এগিয়ে থাকবেন নিঃসন্দেহে।

তবে চেন্নাইয়ের সমস্যা হতে পারে মিডল অর্ডার ব্যাটিং। সুরেশ রায়না সে রকম ছন্দে নেই। বিদেশি ব্যাটসম্যান হিসেবে যে দু’জনকে খেলানো হচ্ছে— সেই ফ্যাফ ডুপ্লেসি এবং স্যাম বিলিংস, কেউই রানের মধ্যে নেই। ফলে পুরো দায়িত্বটা গিয়ে পড়ছে ধোনির ওপর। ঠিক যেমন হায়দরাবাদ ব্যাটিংকে টানছেন অধিনায়ক উইলিয়ামসন।

‘ক্যাপ্টেন কুল’ বনাম ‘ক্যাপ্টেন কেন’-এর এই লড়াই কে জেতেন, সেটাই দেখার।

Lungi Ngidi Kane Williamson CSK SRH MS Dhoni Wankhede IPL 11 IPL 2018 Cricket Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy