ডার্বির পয়েন্ট নিয়ে আজও সিদ্ধান্ত নিতে পারল না আইএফএ। নিয়ম মতো ইস্টবেঙ্গলের তিন পয়েন্ট পেয়ে যাওয়ার কথা। একই নিয়মের আওতায় কেটে নেওয়ার কথা মোহনবাগানের দু’পয়েন্টও। কিন্তু কোনও সিদ্ধান্তই নিতে পারল না লিগ সাব-কমিটি। বরং ডার্বি নিয়ে আবার নির্ধারিত হল নতুন আলোচনার দিন।
২০ সেপ্টেম্বর আবার আলোচনায় বসবে লিগ সাব-কমিটি। শুধু তাই নয়, ডার্বির দিন পরিবর্তন নিয়ে মোহনবাগান ও আইএফএ-এর মধ্যে যে বক্তব্য পাল্টা বক্তব্যের ঝড় উঠেছিল তারও পুরো তথ্য চেয়ে পাঠিয়েছে লিগ সাব-কমিটি। যেখানে এমন কিছু বক্তব্য মোহনবাগানের তরফে সংবাদ মাধ্যমের সামনে রাখা হয়েছিল যা অপমানজনক। সে নিয়েও বুধবার লিগ সাব-কমিটিতে আলোচনা হয়। যেখানে সেই কয়েকদিনের যাবতীয় মিডিয়া ডকুমেন্ট চেয়ে পাঠাল লিগ সাব-কমিটি। পুরো তথ্য হাতে এলে তার পর আবার আলোচনায় বসবে কমিটি। সেদিনই জানিয়ে দেওয়া হবে না হওয়া ডার্বিতে কে কত পয়েন্ট পাচ্ছে বা কাটা হচ্ছে। বুধবার মিটিং শেষে আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘৭ সেপ্টেম্বরের ভেস্তে যাওয়া ডার্বির রিপোর্ট ম্যাচ কমিশনার পাঠিয়ে দিয়েছে। তার ভিত্তিতে আমরা ২০ সেপ্টেম্বর সিদ্ধান্ত নেব। সেদিনই সংবাদ মাধ্যমে প্রচারিত যাবতীয় তথ্য নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। তা নিয়ে যদি লিগ সাব-কমিটি কোনও সিদ্ধান্তে যেতে পারে তো ভাল না হলে সেটা পাঠিয়ে দেওয়া হবে শৃঙ্খলারক্ষা কমিটির কাছে।’’ বুঝিয়ে দিলেন, মোহনবাগানের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্তেও যেতে পারে আইএফএ।
বৃহস্পতিবার দুপুরে কল্যাণী স্টেডিয়ামে মহমেডানের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতে নিলেই ইস্টবেঙ্গলের লিগ জয় পাকা। যদিও সরকারিভাবে আইএফএ ভেস্তে যাওয়া ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল যে তিন পয়েন্ট পাচ্ছেই তা বলছে না। আইএফএ সচিব বলেন, ‘‘নিয়ম অনুযায়ী ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পাবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা সেটা এখনই ঘোষণা করছি না। মোহনবাগানের পয়েন্ট কাটা বা ইস্টবেঙ্গলের পয়েন্ট পাওয়া সবটাই একবারে ঘোষণা হবে।’’
অন্যদিকে, মোহনবাগান মাঠেই বৃহস্পতিবার মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচের রি প্লে হতে চলেছে। যদিও নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে চেয়েছিল টালিগঞ্জ। তা অবশ্য মেনে নেয়নি আইএফএ। যদিও রেকর্ড সাতবার লিগ জয় ইস্টবেঙ্গলের সামনে এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মহমেডানকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল। লাল-হলুদ মাঝ মাঠের ভরসা মেহতাব হোসেন বলেন, ‘‘অন্য কিছু নিয়ে ভাবছি না। মহমেডান ভাল দল। ওদের বিরুদ্ধে পুরো শক্তি নিয়েই খেলতে নামব। জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’’
আরও খবর
আইএসএল-এ ইস্টবেঙ্গল না মোহনবাগান, শাহরুখের সঙ্গে কে?