Advertisement
১১ মে ২০২৪

পোগবাকে বার্তা জোসের, ক্লাবের চেয়ে বড় কেউ নয়

বুধবারই অনুশীলনে তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতে তুমুল আলোচনা শুরু হয়েছিল ফুটবল মহলে। কিন্তু শনিবার সেই ভিডিয়ো নিয়ে তৈরি হওয়া বিতর্ককে জল্পনা বলে উড়িয়ে দিলেন পর্তুগিজ ম্যানেজার।

বিতর্ক: প্রশংসা করেও জোসে বিঁধলেন পোগবাকে। ফাইল চিত্র

বিতর্ক: প্রশংসা করেও জোসে বিঁধলেন পোগবাকে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৫৪
Share: Save:

জোসে মোরিনহো বলে দিলেন, ক্লাবের উপরে কেউ নয়। তা তিনি যত বড় ফুটবলারই হন। বললেন অবশ্যই পল পোগবা প্রসঙ্গে। শনিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলতে নামার ২৪ ঘণ্টা আগে সাংবাদিক সম্মেলন করতে এসে। বোঝা গেল, পল পোগবা বনাম জোসে মোরিনহো সংঘাত সহজে থামার নয়। পর্তুগিজ কোচের পরিষ্কার কথা, ‘‘আগামী কাল ও খেলবে। খেলবে কারণ, এ’সপ্তাহে যে ভাবে ও খেটেছে তা দেখে আমি সন্তুষ্ট। তবে মনে রাখতে হবে সবার উপরে আমাদের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কোনও খেলোয়াড়ই ক্লাবের চেয়ে বড় হতে পারে না। আমার কাজ এমন এক মহান ক্লাবের ঐতিহ্য রক্ষা করা।’’

বুধবারই অনুশীলনে তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিয়ো প্রকাশ্যে আসতে তুমুল আলোচনা শুরু হয়েছিল ফুটবল মহলে। কিন্তু শনিবার সেই ভিডিয়ো নিয়ে তৈরি হওয়া বিতর্ককে জল্পনা বলে উড়িয়ে দিলেন পর্তুগিজ ম্যানেজার। সাংবাদিক সম্মেলনে এসে ক্ষিপ্ত মোরিনহোর মন্তব্য, ‘‘অনুশীলনে আমি অসংখ্যবার ফুটবলারদের সঙ্গে কথা বলি। প্রবল সমালোচনা আর জোরের সঙ্গে নির্দেশ দেওয়ার ঘটনা প্রতিদিন ঘটে। কোচিং জিনিসটাই তো এ রকম।’’ সঙ্গে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে তাঁর বিস্ফোরণ, ‘‘অথচ পনেরো মিনিটের অনুশীলন দেখেই আপনারা একটা গল্প বানিয়ে ফেললেন। এবং একেবারে অবি‌শ্বাস্য গল্প!’’ একইসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘ভাগ্যিস মাসে মাত্র একবার আপনাদের উন্মুক্ত অনুশীলন দেখতে দেওয়া হয়। অন্তত এই নিয়মটায় আমি অত্যন্ত খুশি। এই ঘটনার পরে এমন নিয়মে পরিবর্তনের কোনও অবকাশই রাখব না। তবে ওই সব ক্যামেরাকেও পরোয়া করি না। জানতে ইচ্ছে হয়, কোথায় আপনারা ঝগড়াটা দেখলেন?’’

এতকিছু বলার পরে সবাইকে চমকে দিয়ে মোরিনহো পোগবাকে প্রশংসাতেও ভরিয়ে দেন, ‘‘কাল ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে অবশ্যই পল খেলবে। ও যে ভাবে দলের জন্য খাটছে তা দেখে আমি দারুণ খুশি। এ’কদিনে খুব ভাল অনুশীলনও করেছে। আমার দলের দরকার ভাল ফুটবলারের। পল অবশ্যই একজন ভাল ফুটবলার।’’ তা হলে কেন পোগবার সহ-অধিনায়ত্ব কেড়ে নিলেন? এমন প্রশ্নে আবার একপ্রস্থ চটলেন মোরিনহো। এড়িয়ে যাওয়া প্রতিক্রিয়া, ‘‘এই ব্যাপারে সমস্ত কিছু আগেই সবাইকে বলেছি।’’

শনিবার ম্যান ইউ খেলবে ওয়েস্ট হ্যামের ঘরের মাঠে। লিগ টেবলে তারা সাত নম্বরে। শীর্ষে ওঠার লড়াই চলছে তিন ক্লাবের। লিভারপুল (১৮), ম্যাঞ্চেস্টার সিটি (১৬) আর চেলসি (১৬)। তিন ক্লাবও খেলবে শনিবার। চেলসি আবার মুখোমুখি লিভারপুলের। লিগ কাপে যারা হারিয়েছে য়ুর্গেন ক্লপের দলকে। লিভারপুলের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। সেই সঙ্গে ইপিএলে টানা সাত ম্যাচ তারা জিতবে কি না সেটাও দেখার। বলা হচ্ছে, দু’দলে আবার ফারাক গড়ে দিতে পারেন এডেন অ্যাজার। দু’দিন আগেই লিগ কাপে যিনি পরিবর্ত হিসেবে নেমে অসাধারণ গোল করে লিভারপুলকে ছিটকে দিয়েছেন।

শনিবার ইপিএলে: আর্সেনাল-ওয়াটফোর্ড (সন্ধ্যা ৭-৩০), চেলসি-লিভারপুল (রাত ১০টা), টটেনহ্যাম-হাডার্সফিল্ড (সন্ধ্যা ৭-৩০), ম্যাঞ্চেস্টার সিটি-ব্রাইটন (সন্ধ্যা ৭-৩০), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-ওয়েস্ট হ্যাম (বিকেল ৫টা)। সব খেলা দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান ও টু-তে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE