Advertisement
০৩ মে ২০২৪
India

বিসিসিআইয়ের সঙ্গে মামলা লড়তে ১০০ কোটির ফান্ড পাক বোর্ডের

বহু দিন ধরেই পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতকে অনুরোধ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত যাতে পাকিস্তানে এসে খেলে তার জন্য ২০১৪ সালে বিসিসিআইয়ের সঙ্গে একটি মউও সাক্ষরিত করে পিসিবি।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়া খান। -ফাইল চিত্র।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়া খান। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৯:৩৫
Share: Save:

একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকার করায়, ভারতের বিরুদ্ধে এবার মামলা করার সিদ্ধান্ত নিয়ে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান শাহরিয়া খান বলেন, “ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য একটি ব্রিটিশ ল-ফার্মের সাহায্য নিচ্ছি আমরা। বিসিসিআই আমাদের জানিয়েছে ভারত সরকার সবুজ সঙ্কেত না দিলে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে পারবে না তাঁরা। এরই সাপেক্ষে ক্ষতিপূরণ চেয়ে মামলা করার কথা ভাবছি আমরা।” তিনি বলেন, আইসিসির ডিসপুট রিসোলিউসন কমিটিতে এই অভিযোগ দায়ের করা হবে করা হবে।

আরও পড়ুন: ম্যাচ হেরে ভারতকে কৃতিত্ব দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক

বহু দিন ধরেই পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য ভারতকে অনুরোধ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত যাতে পাকিস্তানে এসে খেলে তার জন্য ২০১৪ সালে বিসিসিআইয়ের সঙ্গে একটি মউও সাক্ষরিত করে পিসিবি। তবে ওই চুক্তিই সার, দু’দেশের সম্পর্কের অবনতির প্রভাব পড়ে খেলার মাঠেও। দীর্ঘ দিন যাবতই বন্ধ হয়ে রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ।

দুই বোর্ডের মধ্যে সাক্ষরিত চুক্তি অনুযায়ী ২০১৫ থেকে ২০২২ এর মধ্যে হাফডজন ক্রিকেট সিরিজ খেলার কথা দু’দেশের। যার মধ্যে চারটিই খেলার কথা পাকিস্তানের মাটিতে। তবে, চুক্তি থাকলেও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় বোর্ড। পরে বিসিসিআই নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হলেও অনুমতে দেয়নি ভারত সরকার।

ভারতের সঙ্গে টুর্নামেন্ট না খেলায় চরম আর্থিক ক্ষতির সামনে পড়তে হচ্ছে বলে অভিযোগ পিসিবি-র। ইতিমধ্যেই প্রায় সাত কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে ভারতীয় বোর্ডকে চিঠি দিয়েছে পাক বোর্ড। জানা যাচ্ছে, ভারতের সঙ্গে আইনি যুদ্ধের খরচ সামলাতে ১০০ কোটি টাকার একটি রিজার্ভ তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE