Advertisement
০৩ জুন ২০২৪
PCB

রাঁচীতে ফৌজি টুপি পরে বিরাটবাহিনী, তোপ পাক বিদেশমন্ত্রীর

ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোর অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি।

রাঁচীতে মিলিটারি ক্যাপ পরে খেলেছে কোহালি-ধোনি সহ টিম ইন্ডিয়া। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

রাঁচীতে মিলিটারি ক্যাপ পরে খেলেছে কোহালি-ধোনি সহ টিম ইন্ডিয়া। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ২০:১২
Share: Save:

পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ফৌজি টুপি পরে খেলতে নেমেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। এতেই আপত্তি পাকিস্তানের। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানোর অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি।

এখানেই শেষ নয়, এই নিয়ে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগও জানাতে পারে পাকিস্তান। সেই ইঙ্গিত মিলেছে পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির মন্তব্যে। কুরেশির অভিযোগ, ‘‘সারা পৃথিবী দেখেছে নিজেদের টুপি না পরে ভারতীয় ক্রিকেট দল সেনার টুপি পরেছিল। আইসিসি কি এটা দেখেনি? আমরা মনে করি পাকিস্তান ক্রিকেট বোর্ড নোটিশ দেওয়ার আগেই আইসিসির উচিত এ নিয়ে পদক্ষেপ নেওয়া।’’ পাকিস্তানের বিদেশমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন সে দেশের তথ্যমন্ত্রী ফায়াদ চৌধরিও।

ফৌজি টুপি পরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার জন্য আইসিসি যাতে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে পাক ক্রিকেট বোর্ডকে নির্দেশও দিয়েছে সেই দেশের সরকার।

শুক্রবার রাঁচীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় সেনার ক্যামোফ্লাজ টুপি পরে মাঠে নেমেছিল বিরাট ব্রিগেড। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেইএই টুপি পরেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ থেকে পাওয়া অর্থও পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারকে দান করা হবে বলে আগেই জানিয়েছে কোহালি ব্রিগেড।

আরও পড়ুন: নতুন চ্যাম্পিয়ন চেন্নাই, জিতেও পারল না ইস্টবেঙ্গল

(এই প্রতিবেদনে একটি লাইনে সেনার পরিবর্তে জঙ্গি লেখা হয়েছিল। এই গুরুতর ভুলের জন্য ক্ষমাপ্রার্থী)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI ICC PCB Military Cap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE