Advertisement
Back to
Rachna Banerjee

‘যা হবে মেনে নেব আমি আর দিদি’! ভোটের ফলের আগে রচনা জানালেন, তিনি ভাগ্যে বিশ্বাসী

ফলপ্রকাশের আগের দিন গণনাকেন্দ্র ঘুরে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘সবার উপরে মানুষ সত্য।’’ জানালেন, দু’ মাস ধরে প্রচার করেছেন। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে।

রচনা বন্দ্যোপাধ্যায়।

রচনা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২২:৫০
Share: Save:

ভোটের ফল যা-ই হোক, জনগণের মতই শিরোধার্য। সেটাও তিনি মেনে নেবেন। তাঁর নেত্রীও মেনে নেবেন। লোকসভা ভোটের ফলপ্রকাশের আগের দিন গণনাকেন্দ্র ঘুরে মন্তব্য করলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘সবার উপরে মানুষ সত্য।’’

হুগলি এইচআইটি কলেজে ভোটগণনা হবে হুগলি লোকসভা কেন্দ্রের। সোমবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থী রচনা সেই গণনাকেন্দ্র ঘুরে দেখেন। নিরাপত্তা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘দু’ মাস ধরে প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে। ভোট গণনার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। তবে আজ অনেকটা ‘রিলাক্স’ লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। ভোট মেটার পর তো ছুটি পাইনি।’’ তৃণমূলের ‘দিদি নম্বর ওয়ান’-এর সংযোজন, ‘‘অনেকেই ঘুরতে গিয়েছেন। কিন্তু আমার ঘোরার জায়গা ছিল রাজারহাটে শুটিং ফ্লোর।’’

এর পরে বিভিন্ন বুথফেরত সমীক্ষা নিয়ে অভিনেত্রী-প্রার্থীকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘‘এগ্‌জিট পোলের উপর বিচার করে কিছু বলব না। এগ্‌জিট পোল অনেক কিছুই বলছে। হুগলি নিয়েও বলেছে। যা হবে, সেটা মেনে নেব। দিদিও মেনে নেবে।’’ রচনা আরও বলেন, ‘‘প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালবাসা দিয়েছেন। তাঁরা ভোটবাক্সে ভোটটা দিয়েছেন কি না, এটা আগামিকাল বুঝতে পারব। অনেকে তো বলেছে, ‘রচনার পাশে আছি।’ কিন্তু দশ হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকেন, তার মধ্যে কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম সেটা কী করে বুঝব! সবার উপর মানুষ সত্য। আমি ভাগ্যে বিশ্বাসী।’’

আর এ নিয়ে হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘এরা (তৃণমূল) আইপ্যাক দিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু বিজেপির মেরুদণ্ড বিক্রি হয় না। আর ঈশ্বর ছাড়া তো গাছের পাতা নড়ে না। উনি (রচনা) নতুন রাজনীতিতে। তাই কী ফল হবে, উনি বুঝতে পারছেন না। আমরা জানি, হুগলিতে বিজেপিই জিতবে। তবে যে-ই জিতুক, আমাদের মধ্যে ভাল সম্পর্ক থাকবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE