Advertisement
E-Paper

অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী আপনি! কামিন্স বললেন...

দল হিসেবে অস্ট্রেলিয়া ব্যর্থ হলেও এমসিজি-তে টিম পেনের দলের যে ক্রিকেটার সবচেয়ে নজর কেড়ে নিয়েছেন তিনি হলেন প্যাট কামিন্স। ওই টেস্টে জীবনের সেরা বোলিং করেছেন কামিন্স। মাত্র ২৭ রান খরচ করে অজি পেসার ঝুলিতে পুরেছিলেন হাফ ডজন উইকেট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১৬:২৪
প্যাট কামিন্সকে প্রধানমন্ত্রী করা নিয়ে চর্চা অজি ক্রিকেট মহলে। ফাইল ছবি।

প্যাট কামিন্সকে প্রধানমন্ত্রী করা নিয়ে চর্চা অজি ক্রিকেট মহলে। ফাইল ছবি।

বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট বৃহস্পতিবার শুরু হচ্ছে সিডনিতে। অস্ট্রেলিয়ার সামনে সিরিজ বাঁচানোর লড়াই। এমনিতেই এ বার বিরাট কোহালিরা যেরকম দুরন্ত ছন্দে রয়েছেন, তাতে টিম পেনদের বাইশ গজের যুদ্ধে বেশ ম্যাড়ম্যাড়ে লাগছে। গত সপ্তাহে মেলবোর্নের তৃতীয় টেস্টে হারের পর অজিদের পিঠ যেন সত্যিই দেওয়ালে ঠেকে গিয়েছে।

দল হিসেবে অস্ট্রেলিয়া ব্যর্থ হলেও এমসিজি-তে টিম পেনের দলের যে ক্রিকেটার সবচেয়ে নজর কেড়ে নিয়েছেন তিনি হলেন প্যাট কামিন্স। ওই টেস্টে জীবনের সেরা বোলিং করেছেন কামিন্স। মাত্র ২৭ রান খরচ করে অজি পেসার ঝুলিতে পুরেছিলেন হাফ ডজন উইকেট। আর শুধু বল হাতেই বা কেন, ব্যাট করতে নেমেও চরম দুঃসময়ে অস্ট্রেলীয় ইনিংসকে ভরসা দিয়েছিলেন কামিন্স। খেলেছিলেন ৬৭ রানের লড়াকু ইনিংস।

কামিন্সের এই চোয়াল চাপা লড়াই ও ঝকঝকে অল-রাউন্ড পারফরম্যান্স মুগ্ধ করেছে অস্ট্রেলীয় ক্রিকেট মহলকেও। সে দেশের বহু নামকরা ক্রীড়া ব্যক্তিত্ব কামিন্সের প্রশংসায় মুখর হয়েছেন। তবে, সবাইকে বোধহয় ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার জাতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার মেগান শুট। টুইটারে তিনি লিখেছেন, “অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী প্যাট কামিন্স?’’

আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি দিতে সিডনিতে থাকছেন না গাওস্কর!

আরও পড়ুন: চোটে নেই ইশান্ত, সিডনিতে ১৩ জনের দলে ‘আনফিট’ অশ্বিন

মেগানের টুইট পড়ে গোটা অস্ট্রেলিয়ায় বেশ সাড়া পড়ে গিয়েছে। এমনকি, অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের দেওয়া চা-চক্রের আসরেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন কামিন্স। তাঁকে এ বিষয়ে প্রশ্নও করা হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার সরকারি টুইটার অ্যাকাউন্টে যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে,স্বয়ং দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসনও কামিন্সের প্রশংসা করছেন। এবং নিজেই প্রশ্ন করছেন, ‘’প্রধানমন্ত্রী প্যাট কামিন্স। কেমন হবে বলুন তো ব্যাপারটা?’’

আর কামিন্স নিজে? তিনি নিজে কী ভাবছেন এ ব্যাপারে? প্রশ্নকর্তা কামিন্সকে এটা জিজ্ঞাসা করতেই আর একগাল হাসি কামিন্সের মুখে। তারপর স্মার্টলি তিনি বলে দিলেন, “সত্যিই বলতে পারব না। এটা শুধু বলতে পারি, আমি মাঠে নেমে যে কাজটা করি তার চেয়ে প্রধানমন্ত্রীর কাজটা অনেক বেশি কঠিন। এবং ঝামেলারও। আমার তো মনে হয় গোটা বছরে এই ক্রিসমাসের সময়টাতেই কেবল আমাদের দেশের প্রধানমন্ত্রী টেলিভিশন চালিয়ে একটু ক্রিকেট দেখার ফুরসত পান। বোঝাই যাচ্ছে, সারা বছর ওঁকে কী ভীষণ ব্যস্ত থাকতে হয়। তাই আমার তো মনে হয় না, ওঁর কাজটা আমি উপভোগ করতে পারব বলে।’’

চলতি সিরিজে এ পর্যন্ত বিরাট কোহালিদের বিরুদ্ধে কামিন্স তিনটি টেস্টে ১৪টি উইকেট নিয়েছেন। একমাত্র জসপ্রীত বুমরাই তাঁর চেয়ে এগিয়ে রয়েছেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Border-Gavaskar Trophy Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy