Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রানার্স হয়েও পিয়ারলেস নেই আই লিগে

বহু বছর পর দুই প্রধানের বাইরে কোনও ছোট ক্লাব কলকাতা লিগে রানার্স হয়েছে। ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকে পিছনে ঠেলে দিয়ে রানার্স হয়েছে পিয়ারলেস।

বহু বছর পর দুই প্রধানের বাইরে কোনও ছোট ক্লাব কলকাতা লিগে রানার্স হয়েছে। —ফাইল চিত্র।

বহু বছর পর দুই প্রধানের বাইরে কোনও ছোট ক্লাব কলকাতা লিগে রানার্স হয়েছে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৪:৩৪
Share: Save:

আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার সুযোগ পেয়েও পরিকাঠামোর অভাবে পিয়ারলেস সেই সুযোগ নিতে পারছে না। টুনার্মেন্টে দলও নামাচ্ছে না অফিস ক্লাবটি।

বহু বছর পর দুই প্রধানের বাইরে কোনও ছোট ক্লাব কলকাতা লিগে রানার্স হয়েছে। ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী দলকে পিছনে ঠেলে দিয়ে রানার্স হয়েছে পিয়ারলেস। শুধু তাই নয় দিপান্দা ডিকাকে পিছনে ফেলে সর্বোচ্চ গোলদাতার সম্মান পেয়েছেন আনসুমানা ক্রোমা। নিয়মানুযায়ী কলকাতা লিগ টেবলে প্রথম পাঁচটি দলের মধ্যে থেকে বাছা হয় আই লিগের দল। দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আই লিগের প্রথম ডিভিশনে খেলছে। মহমেডান জানিয়ে দিয়েছে, আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য তৈরি। মহমেডান লিগে চতুর্থ হয়েছে এ বার। কিন্তু পিয়ারলেস রানার্স হয়েও খেলতে চাইছে না। ক্রোমা, দলরাজ সিংহ-সহ অনেক ফুটবলারকেই লিয়েনে ছেড়ে দিয়েছে তারা। পিয়ারলেসের ম্যানেজার অশোক সেনগুপ্ত বললেন, ‘‘আই লিগে খেলার জন্য ফেডারেশন যে নিয়ম বেঁধেছে সেটা আমাদের নেই। তাই আমরা দল নামাবো না।’’ পিয়ারলেসের বদলি হিসাবে আই এফ এ যে দলের কথা ভেবেছিল সেই পঞ্চম স্থানে থাকা রেনবোরও একই অবস্থা। পরিকাঠামো নেই। ফলে প্রশ্ন উঠে গিয়েছে, এই ক্লাবগুলি কী তা হলে শুধুই ময়দানে সীমাবদ্ধ থাকার জন্যই দল গড়ে?

মহমেডান অবশ্য নভেম্বরে আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার তারা আসম যাচ্ছে ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে। বাংলাদেশের একটি দল সাইফ এফ সি কলকাতায় প্রস্তুতি শিবির করেছে। তাদের সঙ্গে আজ ম্যাচ খেলবে রঘু নন্দীর দল। মহমেডান লই করিয়েছে কামোবায়োকে। এ দিকে আজ বুধবার রাতে আই লিগের প্রস্তুতি নিতে মালয়েশিয়া যাচ্ছে ইস্টবেঙ্গল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE