Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জাতীয় র‌্যাঙ্কিং টেবিল টেনিসে বড় সাফল্য পেট্রোলিয়াম স্পোর্টসের

বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত পূর্বাঞ্চল জাতীয় র‌্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশন একাধিক খেতাব জিতল। রবিবার দুর্গাপুরের সিধো কানহু ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা শেষ হল। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশনের জি সত্যেন। ফাইনালে তিনি ওই সংস্থারই সৌম্যজিত্‌ ঘোষকে ৪-১ সেটে হারান। একমাত্র চতুর্থ সেটেই সৌম্যজিত্‌ টেক্কা দিয়েছেন জি সত্যেনকে। প্রথম সেমিফাইনালে জি সত্যেন তাঁর সংস্থারই লালরিন পুঁইয়াকে ৪-২ সেটে হারান।

দুর্গাপুরে তোলা নিজস্ব চিত্র।

দুর্গাপুরে তোলা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৪ ০১:৩০
Share: Save:

বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আয়োজিত পূর্বাঞ্চল জাতীয় র‌্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতায় পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশন একাধিক খেতাব জিতল। রবিবার দুর্গাপুরের সিধো কানহু ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা শেষ হল।

পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশনের জি সত্যেন। ফাইনালে তিনি ওই সংস্থারই সৌম্যজিত্‌ ঘোষকে ৪-১ সেটে হারান। একমাত্র চতুর্থ সেটেই সৌম্যজিত্‌ টেক্কা দিয়েছেন জি সত্যেনকে। প্রথম সেমিফাইনালে জি সত্যেন তাঁর সংস্থারই লালরিন পুঁইয়াকে ৪-২ সেটে হারান। প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশনের অভিষেক যাদব ৪-১ সেটে সৌম্যজিতের কাছে হেরে যান।

মহিলা বিভাগের ফাইনালে পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশনের সুতীর্থ মুখোপাধ্যায় ৪-১ সেটে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কৃত্ত্বিকা সিংহকে হারান। ওই বিভাগের প্রথম সেমি ফাইনালে কৃত্ত্বিকা সিংহ রায় ৪-২ সেটে মণিকা বাটরাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সুতীর্থ মুখোপাধ্যায় তাঁর সংস্থারই পূজা সহস্রবুদ্ধেকে ৪-২ সেটে হারিয়ে দেন।

ইয়ুথ বয়েজ বিভাগে অভিষেক যাদব এবং গালর্স বিভাগে মণিকা বাটরা চ্যাম্পিয়ন হলেন। ইয়ুথ বয়েজ বিভাগের ফাইনালে অভিষেক যাদব ৪-২ সেটে লালরিণ পুঁইয়াকে হারান। সেমিফাইনালে অভিষেক পশ্চিমবঙ্গের অনির্বাণ ঘোষকে ৪-১ সেটে হারান। অন্য একটি সেমি ফাইনালে লালরিণ পুঁইয়া ৪-২ সেটে পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশনের সুধাংশু গ্রোভারকে হারান। ইয়ুথ গালর্স বিভাগের ফাইনালে পেট্রোলিয়াম স্পোর্টস বোর্ড অ্যাসোসিয়েশনের মণিকা বটরা প্রথম সেটে তাঁর সংস্থারই রীথ রিশ্যর-র থেকে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-৩ সেটে জয়ী হন। ওই বিভাগের প্রথম সেমিফাইনালে মণিকা এয়ার ইন্ডিয়ার মল্লিকা ভাণ্ডারকরকে ৪-২ সেটে হারান। অপর সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে রীথ মহারাস্ট্র বি-টিমের সেনহোরা ডিসুজাকে ৪-৩ সেটে হারিয়ে দেন।

জুনিয়র বয়েজ বিভাগের চ্যাম্পিয়ন দিল্লির উত্‌কর্ষ গুপ্তা। ফাইনালে উত্‌কর্ষ মহারাস্ট্র এ-টিমের রবীন্দ্র কোট্টিয়ানকে ৪-৩ সেটে হারিয়ে দেন। জুনিয়র গালর্স ফাইনালে তেলেঙ্গানার শ্রীজা আকুলা ৪-১ সেটে হারান কেরলের মারিয়া রনিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE