Players who have sworn allegiance to one franchise dgtl
খেলা
আইপিএলে দশ বছর টানা এক দলে খেলছেন এই ক্রিকেটাররা!
নিজস্ব প্রতিবেদন
২৫ মার্চ ২০১৮ ১৬:৫০
Advertisement
১ / ৫
দেখতে দেখতে দশটি আইপিএল হয়ে গেল। একের পর এক দল পরিবর্তন করেছেন ক্রিকেটারেরা। কিন্তু, এমন জনা কয়েক ক্রিকেটার রয়েছেন, যাঁরা দশ বছর ধরে একই দলে রয়েছে গিয়েছেন। এমনই কয়েক জনকে দেখে নেওয়া যাক।
২ / ৫
বিরাট কোহালি: গত দশটি আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে মাঠে নেমেছেন। এ বছরও এই দলের হয়ে মাঠে নামবেন তিনি। এখনও পর্যন্ত ১৪৯টি ম্যাচে তাঁর রান ৪৪১৮।
Advertisement
Advertisement
৩ / ৫
শর্ন মার্শ: কিঙ্গস ইলেভেন পঞ্জাবের হয়ে ২০০৮ সাল থেকে খেলে চলেছেন এই অস্ট্রলীয় ব্যাটসম্যান। এখনও পর্যন্ত আইপিএল-এ ৭১টি ম্যাচে করেছেন ২৪৭৭ রান।
৪ / ৫
হরভজন সিংহ: টানা দশ বছর আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এ বার দল পাল্টেছেন তিনি। এ বছর চেন্নাই সুপার কিঙ্গসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে তাঁকে।
Advertisement
৫ / ৫
কিয়েরন পোলার্ড: ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা মুম্বই ইন্ডিয়ানের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছে পোলার্ডকে। এ বারও দল পরিবর্তন হয়নি তাঁর। দশ না হলেও নবম বর্ষেও মুম্বইতেই থাকছেন তিনি।