Advertisement
১৫ জানুয়ারি ২০২৬
Sport Gallery

হতে পারে একাধিক পরিবর্তন, দেখে নিন ওভালে ভারতের সম্ভাব্য একাদশ

সিরিজের মীমাংসা হয়ে গেলেও ওভাল টেস্টে আরও একটা উত্তেজনার ম্যাচ দেখা যেতে পারে। টিম ইন্ডিয়ায় হতে পারে বেশ কয়েকটি অদলবদল। বিরাট কোহালিদের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন, দেখে নিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৪
Share: Save:
০১ ১২
সিরিজের মীমাংসা হয়ে গেলেও ওভাল টেস্টে আরও একটা উত্তেজনার ম্যাচ দেখা যেতে পারে। টিম ইন্ডিয়ায় হতে পারে বেশ কয়েকটি অদলবদল। বিরাট কোহালিদের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন, দেখে নিন।

সিরিজের মীমাংসা হয়ে গেলেও ওভাল টেস্টে আরও একটা উত্তেজনার ম্যাচ দেখা যেতে পারে। টিম ইন্ডিয়ায় হতে পারে বেশ কয়েকটি অদলবদল। বিরাট কোহালিদের সম্ভাব্য একাদশে কারা থাকতে পারেন, দেখে নিন।

০২ ১২
টেস্ট সিরিজের কোনও ম্যাচেই টিম ইন্ডিয়াকে ভরসা দিতে পারেননি ওপেনাররা। ফলে ওভালে অভিষেক ঘটতে পারে পৃথ্বী শ-র। ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগিয়েছেন ১৯ বছরের এই ওপেনার। মাত্র ১৪ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৬। ফলে শিখর ধওয়নের পরিবর্তে বিরাট কোহালির প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন পৃথ্বী। ছবি: পিটিআই।

টেস্ট সিরিজের কোনও ম্যাচেই টিম ইন্ডিয়াকে ভরসা দিতে পারেননি ওপেনাররা। ফলে ওভালে অভিষেক ঘটতে পারে পৃথ্বী শ-র। ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগিয়েছেন ১৯ বছরের এই ওপেনার। মাত্র ১৪ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৬। ফলে শিখর ধওয়নের পরিবর্তে বিরাট কোহালির প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন পৃথ্বী। ছবি: পিটিআই।

০৩ ১২
চলতি সিরিজে নিজের প্রতিভার সঙ্গে সুবিচার করতে পারেননি কে এল রাহুল। যদিও চতুর্থ টেস্টে স্লিপে বেশ কয়েকটা অসাধারণ ক্যাচ ধরেছেন তিনি। ওপেন করার পাশাপাশি স্লিপ কর্ডনেও অপরিহার্য রাহুল। ফলে শিখর ধওয়নকে বাদ দিলেও পঞ্চম টেস্টে রাহুল দলে থেকে যেতে পারেন। ছবি: রয়টার্স।

চলতি সিরিজে নিজের প্রতিভার সঙ্গে সুবিচার করতে পারেননি কে এল রাহুল। যদিও চতুর্থ টেস্টে স্লিপে বেশ কয়েকটা অসাধারণ ক্যাচ ধরেছেন তিনি। ওপেন করার পাশাপাশি স্লিপ কর্ডনেও অপরিহার্য রাহুল। ফলে শিখর ধওয়নকে বাদ দিলেও পঞ্চম টেস্টে রাহুল দলে থেকে যেতে পারেন। ছবি: রয়টার্স।

০৪ ১২
বিরাট কোহালি এবং অজিঙ্ক রাহানের পাশাপাশি চলতি সিরিজে টিম ইন্ডিয়াকে ভরসা দিয়েছে চেতেশ্বর পূজারার ব্যাট। ট্রেন্ট ব্রিজের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৭২ রান করেছেন। কোহালির সঙ্গে পার্টনারশিপে ১০০-র বেশি রানও করেছেন। চতুর্থ টেস্টে পূজারার ব্যাট থেকে বেরিয়েছে ১৩২ রানের ব়ড় ইনিংস। ছবি: রয়টার্স।

বিরাট কোহালি এবং অজিঙ্ক রাহানের পাশাপাশি চলতি সিরিজে টিম ইন্ডিয়াকে ভরসা দিয়েছে চেতেশ্বর পূজারার ব্যাট। ট্রেন্ট ব্রিজের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৭২ রান করেছেন। কোহালির সঙ্গে পার্টনারশিপে ১০০-র বেশি রানও করেছেন। চতুর্থ টেস্টে পূজারার ব্যাট থেকে বেরিয়েছে ১৩২ রানের ব়ড় ইনিংস। ছবি: রয়টার্স।

০৫ ১২
চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহালি। চার টেস্টে এখনই ৫০০-র উপরে রান করে ফেলেছেন টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটিং লাইনআপে যে কোনও দিন ব্যাটসম্যান হিসাবেই তফাৎ গড়ে দিতে পারেন কোহালি।

চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহালি। চার টেস্টে এখনই ৫০০-র উপরে রান করে ফেলেছেন টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান। ভারতীয় ব্যাটিং লাইনআপে যে কোনও দিন ব্যাটসম্যান হিসাবেই তফাৎ গড়ে দিতে পারেন কোহালি।

০৬ ১২
ক্যাপ্টেন কোহালির সঙ্গে দু’টি শতরানের পার্টনারশিপ গড়েছেন অজিঙ্ক রাহানে। ট্রেন্ট ব্রিজে তাঁদের ১৫৯ রানের পার্টনারশিপের জেরে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে বড় রানের লিড নেয়। সাউদাম্পটনে ২৪৫ রান তাড়া করতে গিয়ে চতুর্থ দিনে ১০১ রানের পার্টনারশিপ গড়েছিলেন কোহালি-রাহানে। ফলে সহ-অধিনায়ক রাহানের জায়গা দলে প্রায় পাকা। ছবি: রয়টার্স।

ক্যাপ্টেন কোহালির সঙ্গে দু’টি শতরানের পার্টনারশিপ গড়েছেন অজিঙ্ক রাহানে। ট্রেন্ট ব্রিজে তাঁদের ১৫৯ রানের পার্টনারশিপের জেরে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে বড় রানের লিড নেয়। সাউদাম্পটনে ২৪৫ রান তাড়া করতে গিয়ে চতুর্থ দিনে ১০১ রানের পার্টনারশিপ গড়েছিলেন কোহালি-রাহানে। ফলে সহ-অধিনায়ক রাহানের জায়গা দলে প্রায় পাকা। ছবি: রয়টার্স।

০৭ ১২
টেস্টে প্রথম বার পাঁচ উইকেট নিলেও তাঁর ব্যাটিংয়ের জন্য দলে বেশ বেকায়দায় পড়েছেন হার্দিক পাণ্ড্য। তাঁর জায়গায় দলে আসতে পারেন হনুমা বিহারী। ব্যাটিংয়ের পাশাপাশি অফ ব্রেকও বেশ ভালই করেন তিনি। ফলে সিরিজের শেষ টেস্ট হনুমার অভিষেক ম্যাচ হতে পারে। ছবি: পিটিআই।

টেস্টে প্রথম বার পাঁচ উইকেট নিলেও তাঁর ব্যাটিংয়ের জন্য দলে বেশ বেকায়দায় পড়েছেন হার্দিক পাণ্ড্য। তাঁর জায়গায় দলে আসতে পারেন হনুমা বিহারী। ব্যাটিংয়ের পাশাপাশি অফ ব্রেকও বেশ ভালই করেন তিনি। ফলে সিরিজের শেষ টেস্ট হনুমার অভিষেক ম্যাচ হতে পারে। ছবি: পিটিআই।

০৮ ১২
চতুর্থ টেস্টে রান তাড়া করতে গিয়ে মাটি কামড়ে থাকতে পারেননি ঋষভ পন্থ। তা সত্ত্বেও শুধুমাত্র উইকেটকিপার হিসাবেই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সমালোচকেরা। ফলে দীনেশ কার্তিক নয়, ওভাল টেস্টে ঋষভই গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াতে পারেন। ছবি: এএফপি।

চতুর্থ টেস্টে রান তাড়া করতে গিয়ে মাটি কামড়ে থাকতে পারেননি ঋষভ পন্থ। তা সত্ত্বেও শুধুমাত্র উইকেটকিপার হিসাবেই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সমালোচকেরা। ফলে দীনেশ কার্তিক নয়, ওভাল টেস্টে ঋষভই গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াতে পারেন। ছবি: এএফপি।

০৯ ১২
দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কোমরে চোট। ফলে শেষ টেস্টে তাঁকে বিশ্রামে রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট। তাতে ভাগ্য খুলতে পারে রবীন্দ্র জাডেজার। বাঁ-হাতি স্পিন ছাড়াও লোয়ার অর্ডারে জাডেজার ব্যাটিংও বড় প্লাস পয়েন্ট হয়ে উঠতে পারে। ছবি: পিটিআই।

দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কোমরে চোট। ফলে শেষ টেস্টে তাঁকে বিশ্রামে রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট। তাতে ভাগ্য খুলতে পারে রবীন্দ্র জাডেজার। বাঁ-হাতি স্পিন ছাড়াও লোয়ার অর্ডারে জাডেজার ব্যাটিংও বড় প্লাস পয়েন্ট হয়ে উঠতে পারে। ছবি: পিটিআই।

১০ ১২
চলতি সিরিজে ভারতীয় বোলিং লাইনআপের ধার বাড়িয়েছেন জসপ্রীত বুমরা। নতুন বলে প্রায় সব ইংলিশ ব্যাটসম্যানকই বিপদে ফেলেছেন তিনি।

চলতি সিরিজে ভারতীয় বোলিং লাইনআপের ধার বাড়িয়েছেন জসপ্রীত বুমরা। নতুন বলে প্রায় সব ইংলিশ ব্যাটসম্যানকই বিপদে ফেলেছেন তিনি।

১১ ১২
নতুন হোক বা পুরনো, সব বলেই কামাল করতে পারেন মহম্মদ শামি। গতির পাশাপাশি দু’ধরনের সুইংও শামির বড় অস্ত্র।

নতুন হোক বা পুরনো, সব বলেই কামাল করতে পারেন মহম্মদ শামি। গতির পাশাপাশি দু’ধরনের সুইংও শামির বড় অস্ত্র।

১২ ১২
চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইশান্ত শর্মা। অ্যাওয়ে সুইং দিয়ে ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলেছেন। গতিতেও ঠকিয়েছেন। ওভালে তাই কোহালিদের বড় অস্ত্র ইশান্ত। ছবি: এএফপি।

চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইশান্ত শর্মা। অ্যাওয়ে সুইং দিয়ে ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলেছেন। গতিতেও ঠকিয়েছেন। ওভালে তাই কোহালিদের বড় অস্ত্র ইশান্ত। ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy