Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Criket

হতে পারে পরিবর্তন, দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচে আইরিশদের নিয়ে ছেলেখেলা করার পর দ্বিতীয় টি২০-তে আজ ফের ব্রায়ানদের মুখোমুখি হতে চলেছে কোহালি বাহিনী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুন ২০১৮ ১২:৫৬
Share: Save:
০১ ১২
প্রথম ম্যাচে আইরিশদের নিয়ে ছেলেখেলা করার পর দ্বিতীয় টি২০-তে আজ ফের ব্রায়ানদের মুখোমুখি হতে চলেছে কোহালি বাহিনী। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পরীক্ষা নিরীক্ষার পথে গিয়ে দলে আজ হতে পারে বেশ কিছু পরিবর্তন। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

প্রথম ম্যাচে আইরিশদের নিয়ে ছেলেখেলা করার পর দ্বিতীয় টি২০-তে আজ ফের ব্রায়ানদের মুখোমুখি হতে চলেছে কোহালি বাহিনী। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পরীক্ষা নিরীক্ষার পথে গিয়ে দলে আজ হতে পারে বেশ কিছু পরিবর্তন। দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
লোকেশ রাহুল: আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রাহুল আজ প্রথম দলে সুযোগ পেতে পারেন। প্রথম ম্যাচে ওপেন করে দুর্দান্ত ব্যাট করেছিলেন রোহিত শর্মা। রোহিতের জায়গায় খেলায় রাহুলের উপর চাপ থাকবেই। ফাইল চিত্র।

লোকেশ রাহুল: আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রাহুল আজ প্রথম দলে সুযোগ পেতে পারেন। প্রথম ম্যাচে ওপেন করে দুর্দান্ত ব্যাট করেছিলেন রোহিত শর্মা। রোহিতের জায়গায় খেলায় রাহুলের উপর চাপ থাকবেই। ফাইল চিত্র।

০৩ ১২
শিখর ধওয়ন: গত ম্যাচে রোহিতের সঙ্গে টি২০-তে দেশের অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ করেছেন। ৪৫ বলে ৭৪-এর পথে ছিল ৫ করে চার ও ছক্কা। ফাইল চিত্র।

শিখর ধওয়ন: গত ম্যাচে রোহিতের সঙ্গে টি২০-তে দেশের অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ করেছেন। ৪৫ বলে ৭৪-এর পথে ছিল ৫ করে চার ও ছক্কা। ফাইল চিত্র।

০৪ ১২
বিরাট কোহালি: গত ম্যাচে রান পাননি। যদিও ব্যাটিংয়ের তেমন সুযোগও মেলেনি। সুযোগ পেলে আজ ভাল করে ব্যাটিং প্র্যাকটিস সেরে রাখতে চাইবেন ভারত অধিনায়ক। ছবি: রয়টার্স।

বিরাট কোহালি: গত ম্যাচে রান পাননি। যদিও ব্যাটিংয়ের তেমন সুযোগও মেলেনি। সুযোগ পেলে আজ ভাল করে ব্যাটিং প্র্যাকটিস সেরে রাখতে চাইবেন ভারত অধিনায়ক। ছবি: রয়টার্স।

০৫ ১২
সুরেশ রায়না: গত ম্যাচে তেমন ছন্দে দেখা যায়নি এই বাঁহাতিকে। ইংল্যান্ড সফরের আগে রায়না ব্যাটিং প্র্যাকটিসের ভাল সুযোগ পেতে পারেন আজ। ফাইল চিত্র।

সুরেশ রায়না: গত ম্যাচে তেমন ছন্দে দেখা যায়নি এই বাঁহাতিকে। ইংল্যান্ড সফরের আগে রায়না ব্যাটিং প্র্যাকটিসের ভাল সুযোগ পেতে পারেন আজ। ফাইল চিত্র।

০৬ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: গত ম্যাচে একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে পুরনো ধোনির ঝলক দেখিয়েছেন মাহি। ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি: গত ম্যাচে একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে পুরনো ধোনির ঝলক দেখিয়েছেন মাহি। ফাইল চিত্র।

০৭ ১২
দীনেশ কার্তিক: গত ম্যাচে সুযোগ পেয়েছিলেন মণীশ পাণ্ডে। তবে ব্যাট করার সুযোগ পাননি। আজ তাঁর বদলে নাইট অধিনায়কের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। ফাইল চিত্র।

দীনেশ কার্তিক: গত ম্যাচে সুযোগ পেয়েছিলেন মণীশ পাণ্ডে। তবে ব্যাট করার সুযোগ পাননি। আজ তাঁর বদলে নাইট অধিনায়কের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। ফাইল চিত্র।

০৮ ১২
হার্দিক পাণ্ড্য: গত ম্যাচে তেমন কিছু করতে পারেননি এই অল রাউন্ডার। আজ তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। ফাইল চিত্র।

হার্দিক পাণ্ড্য: গত ম্যাচে তেমন কিছু করতে পারেননি এই অল রাউন্ডার। আজ তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। ফাইল চিত্র।

০৯ ১২
ভুবনেশ্বর কুমার: গত ম্যাচে তাঁর বল বুঝতেই পারেননি ব্রায়ান, উইলসনরা। ইংল্যান্ড সফরে দলের অন্যতম সেরা অস্ত্রকে আজ প্রথম এগারোয় রেখে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেবে ম্যানেজমেন্ট। ফাইল চিত্র।

ভুবনেশ্বর কুমার: গত ম্যাচে তাঁর বল বুঝতেই পারেননি ব্রায়ান, উইলসনরা। ইংল্যান্ড সফরে দলের অন্যতম সেরা অস্ত্রকে আজ প্রথম এগারোয় রেখে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেবে ম্যানেজমেন্ট। ফাইল চিত্র।

১০ ১২
কুলদীপ যাদব: ২১ রানে ৪ উইকেট নিয়ে গত ম্যাচে সেরা হয়েছেন এই চায়নাম্যান। সরিজ হোয়াইটওয়াশে আজ নজরে থাকবেন কুলদীপ। ফাইল চিত্র।

কুলদীপ যাদব: ২১ রানে ৪ উইকেট নিয়ে গত ম্যাচে সেরা হয়েছেন এই চায়নাম্যান। সরিজ হোয়াইটওয়াশে আজ নজরে থাকবেন কুলদীপ। ফাইল চিত্র।

১১ ১২
যুজবেন্দ্র চাহাল: এই রিস্ট স্পিনার কিছুটা মার খেলেও তিনটি উইকেট নিয়েছিলেন। আজ তাঁর আরও ভাল পারফরম্যান্সের দিকে নজর থাকবে ম্যানেজমেন্টের। ছবি: এএফপি।

যুজবেন্দ্র চাহাল: এই রিস্ট স্পিনার কিছুটা মার খেলেও তিনটি উইকেট নিয়েছিলেন। আজ তাঁর আরও ভাল পারফরম্যান্সের দিকে নজর থাকবে ম্যানেজমেন্টের। ছবি: এএফপি।

১২ ১২
সিদ্ধার্থ কল: গত ম্যাচে দুরন্ত বল করেছেন বুমরা। আজ হয়ত তাঁর বদলে সিদ্ধার্থকে দলে নেওয়া হতে পারে।

সিদ্ধার্থ কল: গত ম্যাচে দুরন্ত বল করেছেন বুমরা। আজ হয়ত তাঁর বদলে সিদ্ধার্থকে দলে নেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE