Advertisement
০২ মে ২০২৪
Probable Eleven of India

সিরিজ জিততে দলে কি এক পরিবর্তন? দেখে নিন ডি’ ককদের বিরুদ্ধে কোহালিদের সম্ভাব্য একাদশ

বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে আজ ভারতের সম্ভাব্য একাদশ কী? দেখে নিন তা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০০
Share: Save:
০১ ১২
বেঙ্গালুরুতে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি। চিন্নাস্বামীতে আজ কোন ১১ জনকে নামাতে পারেন বিরাট-শাস্ত্রী জুটি? জয়ী দলে কি ঘটতে পারে বদল? পরীক্ষার পথে কি হাঁটবে ভারত? দেখে নিন সম্ভাব্য একাদশ।

বেঙ্গালুরুতে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টি। চিন্নাস্বামীতে আজ কোন ১১ জনকে নামাতে পারেন বিরাট-শাস্ত্রী জুটি? জয়ী দলে কি ঘটতে পারে বদল? পরীক্ষার পথে কি হাঁটবে ভারত? দেখে নিন সম্ভাব্য একাদশ।

০২ ১২
শিখর ধওয়ন- ক্যারিবিয়ান সফর একদমই ভাল যায়নি। তিন ম্যাচে সংগ্রহ মাত্র ২৪ রান। বিশ্বকাপে চোটের জন্য ছিটকে যাওয়ার পর ফর্ম নিয়ে বাড়ছিল সংশয়। মোহালিতে ৪০ রানের ইনিংসে অবশ্য পুরনো গব্বরের ঝলক দেখা গিয়েছে।

শিখর ধওয়ন- ক্যারিবিয়ান সফর একদমই ভাল যায়নি। তিন ম্যাচে সংগ্রহ মাত্র ২৪ রান। বিশ্বকাপে চোটের জন্য ছিটকে যাওয়ার পর ফর্ম নিয়ে বাড়ছিল সংশয়। মোহালিতে ৪০ রানের ইনিংসে অবশ্য পুরনো গব্বরের ঝলক দেখা গিয়েছে।

০৩ ১২
রোহিত শর্মা- মোহালিতে দু’টো ছক্কা হাঁকালেও বড় রান পাননি। ফেরেন মাত্র ১২ রানেই। বেঙ্গালুরুতে কি‘রো-হিট’বড় রান করবেন? এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিনিয়ে নিতে পারবেন বিরাট কোহালির থেকে?

রোহিত শর্মা- মোহালিতে দু’টো ছক্কা হাঁকালেও বড় রান পাননি। ফেরেন মাত্র ১২ রানেই। বেঙ্গালুরুতে কি‘রো-হিট’বড় রান করবেন? এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিনিয়ে নিতে পারবেন বিরাট কোহালির থেকে?

০৪ ১২
বিরাট কোহালি (অধিনায়ক)- রান-মেশিন কোহালি এখন টি২০-তে সর্বোচ্চ রানের মালিক। টপকে গিয়েছেন রোহিতকে। চিন্নাস্বামীতে তাঁর রেকর্ডও ভাল। আরসিবির ঘরের মাঠে খেলেওছেন প্রচুর টি-টোয়েন্টি। রয়েছেন দুরন্ত ফর্মে।

বিরাট কোহালি (অধিনায়ক)- রান-মেশিন কোহালি এখন টি২০-তে সর্বোচ্চ রানের মালিক। টপকে গিয়েছেন রোহিতকে। চিন্নাস্বামীতে তাঁর রেকর্ডও ভাল। আরসিবির ঘরের মাঠে খেলেওছেন প্রচুর টি-টোয়েন্টি। রয়েছেন দুরন্ত ফর্মে।

০৫ ১২
ঋষভ পন্থ (উইকেটরক্ষক)- তাঁর খারাপ শট নির্বাচনের সমালোচনা শুরু হয়েছে বেশ কিছু দিন ধরেই। মোহালিতেও ফের হতাশ করেছেন। যতই সাড়া জাগানো প্রতিভা হোন না কেন, উইকেট ছুড়ে দিয়ে এলে কিন্তু মুশকিল।

ঋষভ পন্থ (উইকেটরক্ষক)- তাঁর খারাপ শট নির্বাচনের সমালোচনা শুরু হয়েছে বেশ কিছু দিন ধরেই। মোহালিতেও ফের হতাশ করেছেন। যতই সাড়া জাগানো প্রতিভা হোন না কেন, উইকেট ছুড়ে দিয়ে এলে কিন্তু মুশকিল।

০৬ ১২
শ্রেয়াস আইয়ার- ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজে বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৈরি। মোহালিতেও ঋষভ ফেরার পর কোহালির সঙ্গে জুটি গড়েছেন। অপরাজিত থেকে ফিরেছেন ম্যাচ শেষ করে। যাতে দায়িত্ববোধের পরিচয় রয়েছে।

শ্রেয়াস আইয়ার- ক্যারিবিয়ান সফরে একদিনের সিরিজে বুঝিয়ে দিয়েছিলেন তিনি তৈরি। মোহালিতেও ঋষভ ফেরার পর কোহালির সঙ্গে জুটি গড়েছেন। অপরাজিত থেকে ফিরেছেন ম্যাচ শেষ করে। যাতে দায়িত্ববোধের পরিচয় রয়েছে।

০৭ ১২
হার্দিক পাণ্ড্য- আগের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। মোহালিতে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বল হাতে নজর কেড়েছেন। ডেথ ওভারে স্লোয়ারে উইকেটও নিয়েছেন। চার ওভারে দিয়েছেন ৩১ রান।

হার্দিক পাণ্ড্য- আগের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল হার্দিক পাণ্ড্যকে। মোহালিতে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বল হাতে নজর কেড়েছেন। ডেথ ওভারে স্লোয়ারে উইকেটও নিয়েছেন। চার ওভারে দিয়েছেন ৩১ রান।

০৮ ১২
ক্রুণাল পাণ্ড্য- ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রুণালের অলরাউন্ড পারফরমান্স নজর কেড়েছিল। মোহালিতে যদিও বেশি কিছু করার সুযোগ পাননি। মাত্র এক ওভার হাত ঘুরিয়েছিলেন। দেন সাত রান। আর ব্যাটিং পাননি।

ক্রুণাল পাণ্ড্য- ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রুণালের অলরাউন্ড পারফরমান্স নজর কেড়েছিল। মোহালিতে যদিও বেশি কিছু করার সুযোগ পাননি। মাত্র এক ওভার হাত ঘুরিয়েছিলেন। দেন সাত রান। আর ব্যাটিং পাননি।

০৯ ১২
রবীন্দ্র জাডেজা- তিনি দলে থাকা মানে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত একজন প্লেয়ারকে নিয়ে মাঠে নামা। মোহালিতে চার ওভারে ৩১ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

রবীন্দ্র জাডেজা- তিনি দলে থাকা মানে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত একজন প্লেয়ারকে নিয়ে মাঠে নামা। মোহালিতে চার ওভারে ৩১ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

১০ ১২
ওয়াশিংটন সুন্দর-  অফস্পিনার। পাওয়ারপ্লে চলাকালীন বল করতে পারেন। খুব বেশি না ঘোরাতে পারলেও রান বেশি খরচ করেন না। মোহালিতে তিন ওভারে দিয়েছিলেন ১৯ রান। ব্যাটের হাতও বেশ ভাল। তবে অনেকেই মনে করছেন ওয়াশিংটন সুন্দরের জায়গায় রাহুল চহারকেও নামিয়ে দিতে পারেন কোহালি।

ওয়াশিংটন সুন্দর- অফস্পিনার। পাওয়ারপ্লে চলাকালীন বল করতে পারেন। খুব বেশি না ঘোরাতে পারলেও রান বেশি খরচ করেন না। মোহালিতে তিন ওভারে দিয়েছিলেন ১৯ রান। ব্যাটের হাতও বেশ ভাল। তবে অনেকেই মনে করছেন ওয়াশিংটন সুন্দরের জায়গায় রাহুল চহারকেও নামিয়ে দিতে পারেন কোহালি।

১১ ১২
দীপক চাহার- ক্যারিবিয়ান সফরে একমাত্র শেষ টি২০-তে সুযোগ পেয়েছিলেন। তিন ওভার বল করে চার রান দিয়ে তুলে নিয়েছিলেন তিন উইকেট। মোহালিতেও সুইংয়ে নজর কেড়েছেন। নিয়েছেন দুই উইকেট।

দীপক চাহার- ক্যারিবিয়ান সফরে একমাত্র শেষ টি২০-তে সুযোগ পেয়েছিলেন। তিন ওভার বল করে চার রান দিয়ে তুলে নিয়েছিলেন তিন উইকেট। মোহালিতেও সুইংয়ে নজর কেড়েছেন। নিয়েছেন দুই উইকেট।

১২ ১২
নভদীপ সাইনি- দিল্লির রঞ্জি দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উত্থান। হাতে দুর্দান্ত গতি। অভিষেকেই পেয়েছিলেন তিন উইকেট। মোহালিতে চার ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

নভদীপ সাইনি- দিল্লির রঞ্জি দলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উত্থান। হাতে দুর্দান্ত গতি। অভিষেকেই পেয়েছিলেন তিন উইকেট। মোহালিতে চার ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছিলেন এক উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE