Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cricket

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশ

আইপিএলের প্রথম ম্যাচে শনিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিঙ্গস। সাসপেনশন কাটিয়ে এ বারই আইপিএলে ফিরছে চেন্নাই। মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ১৪:০৩
Share: Save:
০১ ১২
আইপিএলের প্রথম ম্যাচে শনিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিঙ্গস। সাসপেনশন কাটিয়ে এ বারই আইপিএলে ফিরছে চেন্নাই। মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

আইপিএলের প্রথম ম্যাচে শনিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিঙ্গস। সাসপেনশন কাটিয়ে এ বারই আইপিএলে ফিরছে চেন্নাই। মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ১২
মুরলি বিজয়: চেন্নাইয়ের হয়ে প্রথম কয়েকটি মরসুমে খেলা এই ওপেনার বেশ কয়েকটি দল ঘুরে এ বার ফিরেছেন চেন্নাইতেই। ১০০টি আইপিএল ম্যাচে ২৬-এর উপর গড়ে দু’হাজারেরও বেশি রান করেছেন বিজয়।

মুরলি বিজয়: চেন্নাইয়ের হয়ে প্রথম কয়েকটি মরসুমে খেলা এই ওপেনার বেশ কয়েকটি দল ঘুরে এ বার ফিরেছেন চেন্নাইতেই। ১০০টি আইপিএল ম্যাচে ২৬-এর উপর গড়ে দু’হাজারেরও বেশি রান করেছেন বিজয়।

০৩ ১২
শেন ওয়াটসন: আইপিএলে ৩১-এর উপর ব্যাটিং গড় এবং ২৮-এর বোলিং গড়ের এই অজি অলরাউন্ডার রাজস্থানকে বহু স্মরণীয় ম্যাচ জিতিয়েছেন।

শেন ওয়াটসন: আইপিএলে ৩১-এর উপর ব্যাটিং গড় এবং ২৮-এর বোলিং গড়ের এই অজি অলরাউন্ডার রাজস্থানকে বহু স্মরণীয় ম্যাচ জিতিয়েছেন।

০৪ ১২
সুরেশ রায়না: চেন্নাইয়ের হয়ে অসাধারণ সব ইনিংস রয়েছে রায়নার। আইপিএলে মোট ১৬১ ম্যাচে সাড়ে চার হাজারেরও বেশি রান করেছেন তিনি। নিয়েছেন ২৫টি উইকেটও।

সুরেশ রায়না: চেন্নাইয়ের হয়ে অসাধারণ সব ইনিংস রয়েছে রায়নার। আইপিএলে মোট ১৬১ ম্যাচে সাড়ে চার হাজারেরও বেশি রান করেছেন তিনি। নিয়েছেন ২৫টি উইকেটও।

০৫ ১২
মহেন্দ্র সিংহ ধোনি: ১৫৯ ম্যাচে প্রায় ১৩৭ স্ট্রাইক রেটে সাড়ে তিন হাজারেরও বেশি রান করেছেন ধোনি। চেন্নাইয়ের হয়ে বহু দিন খেলার পর খেলেছেন পুণের হয়ে। এ বছর ফের চেন্নাইয়ের দায়িত্ব তাঁর কাঁধে।

মহেন্দ্র সিংহ ধোনি: ১৫৯ ম্যাচে প্রায় ১৩৭ স্ট্রাইক রেটে সাড়ে তিন হাজারেরও বেশি রান করেছেন ধোনি। চেন্নাইয়ের হয়ে বহু দিন খেলার পর খেলেছেন পুণের হয়ে। এ বছর ফের চেন্নাইয়ের দায়িত্ব তাঁর কাঁধে।

০৬ ১২
অম্বাতী রায়ুডু: ১১৪ ম্যাচে রান করেছেন ২৪১৬। গড় ২৭-এ বেশি। শতরান না থাকলেও এখনও পর্যন্ত ১৪টি অর্ধশতরান রয়েছে তাঁর।

অম্বাতী রায়ুডু: ১১৪ ম্যাচে রান করেছেন ২৪১৬। গড় ২৭-এ বেশি। শতরান না থাকলেও এখনও পর্যন্ত ১৪টি অর্ধশতরান রয়েছে তাঁর।

০৭ ১২
রবীন্দ্র জাডেজা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারটি আইপিএল-এ ১৩৮টি ম্যাচ খেলেছেন। মোট রান ১৭৩২। পাশাপাশি, উইকেট পেয়েছেন ৮২টি।

রবীন্দ্র জাডেজা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারটি আইপিএল-এ ১৩৮টি ম্যাচ খেলেছেন। মোট রান ১৭৩২। পাশাপাশি, উইকেট পেয়েছেন ৮২টি।

০৮ ১২
ডোয়েন ব্রাভো: ১০৬টি আইপিএল ম্যাচে রান করেছেন ১২৩৮। স্ট্রাইক রেট ১২৫-এর বেশি। বোলার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১২২টি উইকেট পেয়েছেন ব্রাভো।

ডোয়েন ব্রাভো: ১০৬টি আইপিএল ম্যাচে রান করেছেন ১২৩৮। স্ট্রাইক রেট ১২৫-এর বেশি। বোলার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১২২টি উইকেট পেয়েছেন ব্রাভো।

০৯ ১২
মার্ক উড: এ বারের আইপিএল-এ ধোনিদের অন্যতম ভরসা হতে চলেছেন মার্ক। ব্রাভো-শার্দুলদের পাশাপাশি বোলিংয়ের দায়িত্ব থাকবে তাঁর উপর। প্রথম একাদশে মার্কের দলে থাকার সম্ভাবনা যথেষ্টই।

মার্ক উড: এ বারের আইপিএল-এ ধোনিদের অন্যতম ভরসা হতে চলেছেন মার্ক। ব্রাভো-শার্দুলদের পাশাপাশি বোলিংয়ের দায়িত্ব থাকবে তাঁর উপর। প্রথম একাদশে মার্কের দলে থাকার সম্ভাবনা যথেষ্টই।

১০ ১২
হরভজন সিংহ: এক সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসার এই অফ স্পিনারটি এ বার খেলবেন চেন্নাইয়ের হয়ে। ১৩৬টি আইপিএল ম্যাচে ১২৭টি উইকেট পেয়েছেন ভাজ্জি। পাশাপাশি রয়েছে ম্যাচ জেতানো বেশ কয়েকটি ব্যাটিং ইনিংসও।

হরভজন সিংহ: এক সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসার এই অফ স্পিনারটি এ বার খেলবেন চেন্নাইয়ের হয়ে। ১৩৬টি আইপিএল ম্যাচে ১২৭টি উইকেট পেয়েছেন ভাজ্জি। পাশাপাশি রয়েছে ম্যাচ জেতানো বেশ কয়েকটি ব্যাটিং ইনিংসও।

১১ ১২
শার্দুল ঠাকুর: ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ সময় শার্দুলের উইকেট নেওয়ার কথা মাথায় রেখে প্রথম একাদশে তাঁর ঠাঁই অনেকটাই নিশ্চিত।

শার্দুল ঠাকুর: ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ সময় শার্দুলের উইকেট নেওয়ার কথা মাথায় রেখে প্রথম একাদশে তাঁর ঠাঁই অনেকটাই নিশ্চিত।

১২ ১২
ইমরান তাহির: দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের উপর দল খুবই ভরসা রাখছে। নিজের দেশের পাশাপাশি আইপিএলেও বিপক্ষের অন্যতম আতঙ্কের কারণ হয়ে উঠতে চলেছেন তাহির। ফলে প্রথম ম্যাচে তাঁর দলে থাকা কার্যত নিশ্চিত।

ইমরান তাহির: দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের উপর দল খুবই ভরসা রাখছে। নিজের দেশের পাশাপাশি আইপিএলেও বিপক্ষের অন্যতম আতঙ্কের কারণ হয়ে উঠতে চলেছেন তাহির। ফলে প্রথম ম্যাচে তাঁর দলে থাকা কার্যত নিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE