Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ অক্টোবর ২০২১ ই-পেপার

খেলা

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশ

নিজস্ব প্রতিবেদন
০৭ এপ্রিল ২০১৮ ১৪:০৩
আইপিএলের প্রথম ম্যাচে শনিবার ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিঙ্গস। সাসপেনশন কাটিয়ে এ বারই আইপিএলে ফিরছে চেন্নাই। মুম্বইয়ের বিরুদ্ধে কেমন হতে পারে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

মুরলি বিজয়: চেন্নাইয়ের হয়ে প্রথম কয়েকটি মরসুমে খেলা এই ওপেনার বেশ কয়েকটি দল ঘুরে এ বার ফিরেছেন চেন্নাইতেই। ১০০টি আইপিএল ম্যাচে ২৬-এর উপর গড়ে দু’হাজারেরও বেশি রান করেছেন বিজয়।
Advertisement
শেন ওয়াটসন: আইপিএলে ৩১-এর উপর ব্যাটিং গড় এবং ২৮-এর বোলিং গড়ের এই অজি অলরাউন্ডার রাজস্থানকে বহু স্মরণীয় ম্যাচ জিতিয়েছেন।

সুরেশ রায়না: চেন্নাইয়ের হয়ে অসাধারণ সব ইনিংস রয়েছে রায়নার। আইপিএলে মোট ১৬১ ম্যাচে সাড়ে চার হাজারেরও বেশি রান করেছেন তিনি। নিয়েছেন ২৫টি উইকেটও।
Advertisement
মহেন্দ্র সিংহ ধোনি: ১৫৯ ম্যাচে প্রায় ১৩৭ স্ট্রাইক রেটে সাড়ে তিন হাজারেরও বেশি রান করেছেন ধোনি। চেন্নাইয়ের হয়ে বহু দিন খেলার পর খেলেছেন পুণের হয়ে। এ বছর ফের চেন্নাইয়ের দায়িত্ব তাঁর কাঁধে।

অম্বাতী রায়ুডু: ১১৪ ম্যাচে রান করেছেন ২৪১৬। গড় ২৭-এ বেশি। শতরান না থাকলেও এখনও পর্যন্ত ১৪টি অর্ধশতরান রয়েছে তাঁর।

রবীন্দ্র জাডেজা: ভারতীয় দলের গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারটি আইপিএল-এ ১৩৮টি ম্যাচ খেলেছেন। মোট রান ১৭৩২। পাশাপাশি, উইকেট পেয়েছেন ৮২টি।

ডোয়েন ব্রাভো: ১০৬টি আইপিএল ম্যাচে রান করেছেন ১২৩৮। স্ট্রাইক রেট ১২৫-এর বেশি। বোলার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১২২টি উইকেট পেয়েছেন ব্রাভো।

মার্ক উড: এ বারের আইপিএল-এ ধোনিদের অন্যতম ভরসা হতে চলেছেন মার্ক। ব্রাভো-শার্দুলদের পাশাপাশি বোলিংয়ের দায়িত্ব থাকবে তাঁর উপর। প্রথম একাদশে মার্কের দলে থাকার সম্ভাবনা যথেষ্টই।

হরভজন সিংহ: এক সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসার এই অফ স্পিনারটি এ বার খেলবেন চেন্নাইয়ের হয়ে। ১৩৬টি আইপিএল ম্যাচে ১২৭টি উইকেট পেয়েছেন ভাজ্জি। পাশাপাশি রয়েছে ম্যাচ জেতানো বেশ কয়েকটি ব্যাটিং ইনিংসও।

শার্দুল ঠাকুর: ভারতীয় দলের হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন। গুরুত্বপূর্ণ সময় শার্দুলের উইকেট নেওয়ার কথা মাথায় রেখে প্রথম একাদশে তাঁর ঠাঁই অনেকটাই নিশ্চিত।

ইমরান তাহির: দক্ষিণ আফ্রিকার এই স্পিনারের উপর দল খুবই ভরসা রাখছে। নিজের দেশের পাশাপাশি আইপিএলেও বিপক্ষের অন্যতম আতঙ্কের কারণ হয়ে উঠতে চলেছেন তাহির। ফলে প্রথম ম্যাচে তাঁর দলে থাকা কার্যত নিশ্চিত।