দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আবার কলকাতায় লিয়োনেল মেসি। ১৪ বছর পর শহরে পা রাখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঝটিকা সফর। শুক্রবার রাত ১:৩০ মিনিটে কলকাতায় এসে শনিবার দুপুর ২টোয় হায়দরাবাদ চলে যাবেন তিনি। সাড়ে ১২ ঘণ্টার সফর। যুবভারতীতে সকাল ১১:১৫ থেকে বেলা ১২:৩০ পর্যন্ত থাকবেন। সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অনুষ্ঠান দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
শনিবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা। তবে পশ্চিমবঙ্গে আপাতত উত্তুরে হাওয়ার গতি অবাধ। ফলে শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র আবহাওয়া থাকবে শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
কাল রবিবার আবার খেলতে নামছে সূর্যকুমার যাদবের ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ের তৃতীয় ম্যাচ ধরমশালায়। প্রথম ম্যাচে ১০১ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে ভারত হেরেছে ৫১ রানে। প্রশ্ন উঠছে দলের পরিকল্পনা নিয়ে। ব্যাটিং অর্ডারে তিন নম্বর জায়গা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে কোচ গৌতম গম্ভীরের। ফর্মে নেই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিল। ঘুরে দাঁড়াতে পারবে ভারত? না কি সিরিজ়ে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা? দুই দলের সব খবর।