Advertisement
১৫ ডিসেম্বর ২০২৫
IPL 2018

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ

গত বারের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। মুখোমুখি নির্বাসন কাটিয়ে ফেরা ধোনিদের চেন্নাই সুপার কিঙ্গস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দুই দলের লড়াইয়ে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ১৬:১০
Share: Save:
০১ ১২
গত বারের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। মুখোমুখি নির্বাসন কাটিয়ে ফেরা ধোনিদের চেন্নাই সুপার কিঙ্গস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দুই দলের লড়াইয়ে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

গত বারের চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ। মুখোমুখি নির্বাসন কাটিয়ে ফেরা ধোনিদের চেন্নাই সুপার কিঙ্গস। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দুই দলের লড়াইয়ে কেমন হতে পারে মুম্বইয়ের প্রথম একাদশ। দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ১২
রোহিত শর্মা: রোহিতের নেতৃত্বে ফের এক বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে মুম্বই। ১৩১ স্ট্রাইক রেটে দুরন্ত ফর্মে থাকা হিটম্যান মুম্বইয়ের হয়ে ইনিংস শুরু করবেন।

রোহিত শর্মা: রোহিতের নেতৃত্বে ফের এক বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে মুম্বই। ১৩১ স্ট্রাইক রেটে দুরন্ত ফর্মে থাকা হিটম্যান মুম্বইয়ের হয়ে ইনিংস শুরু করবেন।

০৩ ১২
এভিন লিউয়িস: ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানটি ফর্মে থাকলে যে কোনও দলের পক্ষেই ভয়ঙ্কর হতে পারেন। আইপিএলের প্রথম ম্যাচে লিউয়িসের দলে থাকা কার্যত নিশ্চিত।

এভিন লিউয়িস: ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানটি ফর্মে থাকলে যে কোনও দলের পক্ষেই ভয়ঙ্কর হতে পারেন। আইপিএলের প্রথম ম্যাচে লিউয়িসের দলে থাকা কার্যত নিশ্চিত।

০৪ ১২
সূর্যকুমার যাদব: এখনও পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছেন। মোট রান ৬১২। গড় ২২-এর মতো। নাইটদের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই মুম্বইকর।

সূর্যকুমার যাদব: এখনও পর্যন্ত ৫৫টি ম্যাচ খেলেছেন। মোট রান ৬১২। গড় ২২-এর মতো। নাইটদের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই মুম্বইকর।

০৫ ১২
জেপি ডুমিনি: টি-২০ ম্যাচে সব সময়েই ভয়ঙ্কর। এখনও পর্যন্ত ৭৭টি আইপিএল ম্যাচে মোট রান ১৯৯৩। স্পিন বলের হাতটিও যথেষ্ট ভাল।

জেপি ডুমিনি: টি-২০ ম্যাচে সব সময়েই ভয়ঙ্কর। এখনও পর্যন্ত ৭৭টি আইপিএল ম্যাচে মোট রান ১৯৯৩। স্পিন বলের হাতটিও যথেষ্ট ভাল।

০৬ ১২
হার্দিক পাণ্ড্য: ৩৭টি ম্যাচে করেছেন ৪০৬ রান। গুরুত্বপূর্ণ আলরাউন্ডার হিসেবে দলের অন্যতম ভরসা। দশটি উইকেট রয়েছে তাঁর দখলে।

হার্দিক পাণ্ড্য: ৩৭টি ম্যাচে করেছেন ৪০৬ রান। গুরুত্বপূর্ণ আলরাউন্ডার হিসেবে দলের অন্যতম ভরসা। দশটি উইকেট রয়েছে তাঁর দখলে।

০৭ ১২
ক্রুণাল পাণ্ড্য: গত আইপিএলে মুম্বইয়ের হয়ে বেশ ভাল খেলেছেন। খেলেছেন ২৫টি ম্যাচ। মোট রান ৪৮০। গড় ৩৫-এর বেশি।

ক্রুণাল পাণ্ড্য: গত আইপিএলে মুম্বইয়ের হয়ে বেশ ভাল খেলেছেন। খেলেছেন ২৫টি ম্যাচ। মোট রান ৪৮০। গড় ৩৫-এর বেশি।

০৮ ১২
কিয়েরন পোলার্ড: ফর্মে থাকলে অবশ্যই দলের বড় ভরসা। ১২৩টি আইপিএল ম্যাচে মোট রান ২৩৪৩। স্ট্রাইক রেট ১৪৬-এর বেশি।

কিয়েরন পোলার্ড: ফর্মে থাকলে অবশ্যই দলের বড় ভরসা। ১২৩টি আইপিএল ম্যাচে মোট রান ২৩৪৩। স্ট্রাইক রেট ১৪৬-এর বেশি।

০৯ ১২
মিচেল ম্যাকক্লেনাঘ্যান: এখনও পর্যন্ত ৪০টি আইপিএল ম্যাচে ৬৩ রান করেছেন। পাশাপাশি উইকেট পেয়েছেন ৫৪টি।

মিচেল ম্যাকক্লেনাঘ্যান: এখনও পর্যন্ত ৪০টি আইপিএল ম্যাচে ৬৩ রান করেছেন। পাশাপাশি উইকেট পেয়েছেন ৫৪টি।

১০ ১২
ইশান কিষাণ: তেমন ভাবে আইপিএল শুরু করেননি। মাত্র ১৬টি ম্যাচে মোট রান ৩১৯। গড় ২১-এর বেশি।

ইশান কিষাণ: তেমন ভাবে আইপিএল শুরু করেননি। মাত্র ১৬টি ম্যাচে মোট রান ৩১৯। গড় ২১-এর বেশি।

১১ ১২
অনুকূল রয়: বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে বেশ সফল। অসাধারণ খেলেছেন যুব বিশ্বকাপে। প্রথম একাদশে সম্ভাবনা খুবই বেশি।

অনুকূল রয়: বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে বেশ সফল। অসাধারণ খেলেছেন যুব বিশ্বকাপে। প্রথম একাদশে সম্ভাবনা খুবই বেশি।

১২ ১২
প্রদীপ সাঙ্গওয়ান: ফর্মে থাকলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। মোট ৩৮টি ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন। গত ৩৩-এর মতো।

প্রদীপ সাঙ্গওয়ান: ফর্মে থাকলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। মোট ৩৮টি ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন। গত ৩৩-এর মতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy