Advertisement
E-Paper

টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড অভিষেকের, ধর্মশালায় প্রথম ভারতীয় হিসাবে গড়লেন জোড়া নজির

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার তিনি। কেন তিনি শীর্ষে রয়েছেন তার প্রমাণ প্রতি ম্যাচে দিচ্ছেন ভারতের বাঁহাতি ওপেনার। ধর্মশালায় জোড়া নজির গড়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১১:১২
cricket

ধর্মশালায় মারমুখী মেজাজে অভিষেক শর্মা। ছবি: পিটিআই।

ছক্কা মারা জলভাতে পরিণত করেছেন অভিষেক শর্মা। শুরু থেকেই আক্রমণ করে বোলারের ছন্দ ভেঙে দেওয়ার চেষ্টা করেন তিনি। বেশির ভাগ ক্ষেত্রে সফলও হন। সেই কারণেই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার তিনি। কেন তিনি শীর্ষে রয়েছেন তার প্রমাণ প্রতি ম্যাচে দিচ্ছেন ভারতের বাঁহাতি ওপেনার। ধর্মশালায় জোড়া নজির গড়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কা মেরেছেন অভিষেক। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৩০০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ১৬৩ ইনিংসে এসেছে এই ৩০০ ছক্কা। ধর্মশালায় নামার আগে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৯৭ ছক্কা। ধর্মশালায় তিনটি ছক্কা মেরে ৩০০-র ক্লাবে ঢুকে পড়েছেন ভারতীয় ওপেনার।

এর আগে এই রেকর্ড ছিল লোকেশ রাহুলের দখলে। টি-টোয়েন্টিতে ২০৫ ইনিংসে ৩০০ ছক্কা মেরেছিলেন তিনি। তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব। ২৫১ ইনিংসে ৩০০ ছক্কা মেরেছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন রোহিত শর্মা। ৪৬৩ ইনিংসে ৫৪৭ ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর ৪৩৫ ছক্কা এসেছে ৪১৪ ইনিংসে। সূর্য ৩৪৫ ইনিংসে ৩৯৫ ছক্কা মেরেছেন। এই তিন ক্রিকেটার ছাড়া ৩০০-র বেশি ছক্কা যে ভারতীয় ক্রিকেটারেরা মেরেছেন তাঁরা হলেন, সঞ্জু স্যামসন (৩১৯ ইনিংসে ৩৬৮), মহেন্দ্র সিংহ ধোনি (৪০৫ ইনিংসে ৩৫০), লোকেশ রাহুল (২৩৯ ইনিংসে ৩৩২), সুরেশ রায়না (৩৩৬ ইনিংসে ৩২৫) ও হার্দিক পাণ্ড্য (৩১৩ ইনিংসে ৩০৮)। সেই ক্লাবে এ বার ঢুকেছেন অভিষেক।

ধর্মশালায় আরও একটি নজির গড়েছেন অভিষেক। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে তিনটি ম্যাচে প্রথম বলে ছক্কা মেরেছেন। ধর্মশালায় রান তাড়া করতে নেমে লুঙ্গি এনগিডির প্রথম বলে ছক্কা মারেন তিনি। এর আগে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে প্রথম বলে ছক্কা মেরেছিলেন তিনি।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম বার প্রথম বলে ছক্কা মেরেছিলেন রোহিত। ২০২১ সালের অহমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি করেছিলেন তিনি। ২০২৪ সালে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল ও ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু স্যামসনও প্রথম বলে ছক্কা মেরেছিলেন। তবে তিন বার এই কীর্তি অভিষেক ছাড়া আর কোনও ভারতীয়ের নেই।

Abhishek Sharma India vs South Africa 2025 India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy