শেষ ২২ ইনিংসে ২৫১ রান করেছেন তিনি। ব্যাট রান না থাকলেও তাঁর ফর্ম খারাপ, এমনটা মনে করছেন না সূর্যকুমার যাদব। ধর্মশালায় ম্যাচ জিতে সাফাই দিলেন ভারতের অধিনায়ক। জানিয়ে দিলেন, নিজের ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা করছেন না তিনি।
ধর্মশালায় ১১৮ রান তাড়া করতে গিয়ে শেষ দিকে নেমেছিলেন সূর্য। ম্যাচ জিতিয়ে ছাড়া উচিত ছিল তাঁর। কিন্তু সেখানেও রান পাননি তিনি। ১১ বলে ১২ রান করে আউট হন। দু’টি চার মারেন। তার পরে নিজের পছন্দের শট মারতে গিয়ে আউট হন। যে শটে আগে তিনি চোখ বন্ধ করে ছক্কা মারতেন সেই শটই ডোবাচ্ছে অধিনায়ককে।
সূর্য অবশ্য ততটা ভাবছেন না। ম্যাচ শেষে তিনি বলেন, “নেটে খুব ভাল ব্যাট করছি। রান আসবেই। হ্যাঁ, এখন রান পাচ্ছি না। রানে নেই, ফর্মে আছি। আশা করছি, শীঘ্রই ফর্মে ফিরব।” ২০২৫ সালে পেসারদের বিরুদ্ধে ১৮ ইনিংসে মাত্র ১২২ রান করেছেন সূর্য। ১৪ বার আউট হয়েছেন। এই বছর তাঁর ব্যাটিং গড় ১৪.২। এত খারাপ ফর্মে থাকার পরেও সূর্য সাফাই গাইছেন। দল জিতছে বলে বেঁচে যাচ্ছেন। পরের ম্যাচে রান করলে হয়তো আত্মপক্ষ সমর্থন করতে পারবেন তিনি। নইলে কত দিন নিজেকে লুকিয়ে রাখবেন অধিনায়ক? সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ফর্মে ফিরতে পারবেন তো তিনি?
গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হারতে হয়েছিল। সেই ধাক্কা ভুল এই ম্যাচে কী ভাবে ফিরলেন? সূর্য জানিয়েছেন, আগের ম্যাচের শিক্ষা কাজে লাগিয়েছেন। তিনি বলেন, “হার থেকে শিক্ষা নেওয়া দরকার। সেটাই করেছি। খুব বেশি পরীক্ষার চেষ্টা করিনি। নিজেদের উপর ভরসা রেখেছি। তাতেই খেলা ঘুরেছে।”
আরও পড়ুন:
ভারতকে জিতিয়েছে দলের বোলিং। অর্শদীপ সিংহ, বরুণ চক্রবর্তীরা জয়ের ভিত গড়ে দিয়েছেন। অথচ তিন দিন আগে এই বোলারেরাই ২১৩ রান দিয়েছিলেন। তাতেই বা কী ভাবে বদল হল? সূর্য বলেন, “চণ্ডীগড়ে হারের পর বোলারেরা একসঙ্গে বসেছিল। আলোচনা হয়েছিল। কী ভুল করেছিলাম, তা খুঁজেছে ওরা। কটকে ওরা যে ভাবে বল করেছিল, এই ম্যাচেও সেটাই করার চেষ্টা করেছে। তাতেই সাফল্য এসেছে।”
তিন দিন পর লখনউয়ে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে জিতলে সিরিজ় জেতা হয়ে যাবে। সোমবার লখনউ যাবে ভারতীয় দল। সেখানে গিয়ে পরের ম্যাচের পরিকল্পনা শুরু করবেন সূর্যেরা।