টসের পরেই খবরটা দেন সূর্যকুমার যাদব। ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না জসপ্রীত বুমরাহ। মুম্বইয়ে ফিরে গিয়েছেন তিনি। সিরিজ়ের বাকি দুই ম্যাচে বুমরাহের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
বুমরাহের মুম্বইয়ে ফেরার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বিসিসিআই লিখেছে, “ব্যক্তিগত কারণে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ধর্মশালায় খেলবেন না তিনি। বুমরাহ কবে আবার দলের সঙ্গে যোগ দেবেন তা জানতে পারলেই জানিয়ে দেওয়া হবে।”
বোর্ডের এই কথা থেকে বোঝা যাচ্ছে, বুমরাহ আবার কবে দলের সঙ্গে যোগ দেবেন তার নিশ্চয়তা নেই। তিনি কেন বাড়ি ফিরেছেন সেই কারণও জানানো হয়নি। তার পরেই বাকি দুই ম্যাচে বুমরাহের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুমরাহ না খেলায় ধর্মশালায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা।
আরও পড়ুন:
চলতি সিরিজ়ে প্রথম ম্যাচে ভাল বল করেছিলেন বুমরাহ। চার ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে চার ওভারে ৪৫ রান দেন তিনি। একটিও উইকেট পাননি। চোট সারিয়ে ফেরার পর থেকে সাদা বলের ক্রিকেটে সেই পুরনো বুমরাহকে এখনও দেখা যায়নি। ধারাবাহিক ভাবে ভাল বল করতে পারছেন না।
টি-টোয়েন্টিতে ভারতীয় দলে অর্শদীপ সিংহ ও হার্দিক পাণ্ড্য রয়েছেন। ফলে আর এক জন বিশেষজ্ঞ পেসারই খেলাচ্ছেন গৌতম গম্ভীর। বুমরাহ না থাকলে সেই কাজটা করবেন হর্ষিত। পাশাপাশি তিনি ব্যাটটাও ভাল করেন। তিনি খেললে এক অতিরিক্ত ব্যাটার পাবে ভারত। সেই কারণে, বুমরাহের অভাব হয়তো খুব একটা বোঝা যাবে না। ১৭ ডিসেম্বর লখনউ ও ১৯ ডিসেম্বর অহমদাবাদে পরের দু’টি ম্যাচ। এখন দেখার তার আগে বুমরাহ আবার দলে যোগ দেন কি না।