ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। কণিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জিতল ভারতের ছোটরা। ৯০ রানে জিতেছে ভারত। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে একটি গুরুত্বপূর্ণ উইকেট নিল বৈভব সূর্যবংশী।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৪৬.১ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায়। ৮৫ রান করেন অ্যারন জর্জ। আয়ুষ মাত্রে ৩৮ এবং কণিষ্ক ৪৬ রান করেন। পাকিস্তান ৪১.২ ওভারে ১৫০ রানে শেষ হয়ে যায়।
ব্যাট হাতে ভারত শুরুতেই হারায় বৈভবকে (৫)। তবে ২৫ বলের ইনিংসে আয়ুষ চারটি চার এবং তিনটি ছয় মারেন। প্রথম ১০ ওভারেই দুই ওপেনারকে তুলে দেয় পাকিস্তানের মহম্মদ সায়াম। এর পর জর্জ ভারতের ইনিংসকে দাঁড় করান। পাকিস্তানের ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নিয়ে নিয়মিত রান করেছেন। মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি। শেষের দিকে নেমে চালিয়ে খেলেন কণিষ্ক। তিনটি ছয় মারেন। ভারত ২৩০-এর গন্ডি পেরিয়ে যায়। পাকিস্তানের হয়ে উল্লেখযোগ্য বোলিং সায়াম (৩/৬৭) এবং আব্দুল সুভানের (৩/৪২)।
রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। এক দিকে উসমান খান ধরে থাকলেও উল্টো দিক থেকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। সমীর মিনহাস (৯), আলি হাসান বালোচ (০), আহমেদ হুসেন (৪) সফল হননি। উসমানকে (১৬) হারানোর পর ৩০ রানে ৪ উইকেট পড়ে যায় পাকিস্তানের। সেখান থেকে অধিনায়ক ফারহান ইউসুফ (২৩) এবং হুজ়াইফা আহসান (৭০) দলকে টানতে থাকেন। ৭৭ রানের মাথায় ফিরে যান ফারহান। তাঁকে ফিরিয়ে জুটি ভাঙে বৈভবই।
আরও পড়ুন:
সেখান থেকে আবার ব্যাটিং ধস দেখা যায় পাকিস্তানের। আহসান বাদে আর কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। আহসান কিছুটা চালিয়ে না খেললে পাকিস্তানের স্কোর আরও কম হয়। দীপেশ এবং কণিষ্ক তিনটি করে উইকেট নিয়েছেন। দু’টি উইকেট কিষাণ কুমার সিংহের।