Probable First Eleven for Royal Challengers Bangalore against Kolkata Knight Riders dgtl
খেলা
নাইটদের বিরুদ্ধে কেমন হতে পারে বিরাট বাহিনীর প্রথম একাদশ
নিজস্ব প্রতিবেদন
০৮ এপ্রিল ২০১৮ ১৩:২০
Advertisement
১ / ১২
এবি ডেভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকালাম, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল। টি২০ ক্রিকেটের সম্ভ্রম জাগানো সব নাম। আর তাঁদের সঙ্গে বিরাট কোহালির আগ্রাসী নেতৃত্ব। সব মিলিয়ে নাইটদের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে কিছুটা এগিয়েই শুরু করবে বেঙ্গালুরু। আজ ইডেনে কেমন হতে পারে কোহালিদের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।
২ / ১২
পার্থিল পটেল: উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাটিংয়ের হাতটাও বেশ ভাল। এখনও পর্যন্ত ১১৯ ম্যাচে ২৩২২ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৭.২১।
Advertisement
Advertisement
৩ / ১২
ব্রেন্ডন ম্যাকালাম: টি-২০ ম্যাচে বিপক্ষের অন্যতম ত্রাস। ১০৩টি ম্যাচে করেছেন ২৭৫৪ রান। স্ট্রাইক রেট ১৩১-এর উপরে।
৪ / ১২
বিরাট কোহালি: ভারত অধিনায়ক কোহালি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেটর সব ধরনের ফরম্যাটে অত্যন্ত সফল। ১৪৯টি আইপিএল ম্যাচে রান ৪৪১৮। স্ট্রাইক রেট ১২৯.৮২। গড় ৩৭য়ের বেশি।
Advertisement
৫ / ১২
এবি ডে ভিলিয়ার্স: টি-২০ ম্যাচে বিশ্বের অন্যতম সেরা, ভয়ঙ্কর ব্যাটসম্যান। ১২৯টি আইপিএল ম্যাচে ৩৪৭৩ রান করেছেন। সেরা স্কোর ১৩৩ নটআউট।