Advertisement
১১ মে ২০২৪
IPL 2018

নাইটদের বিরুদ্ধে কেমন হতে পারে বিরাট বাহিনীর প্রথম একাদশ

এবি ডেভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকালাম, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল। টি২০ ক্রিকেটের সম্ভ্রম জাগানো সব নাম। আর তাঁদের সঙ্গে বিরাট কোহালির আগ্রাসী নেতৃত্ব। সব মিলিয়ে নাইটদের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে কিছুটা এগিয়েই শুরু করবে বেঙ্গালুরু। আজ ইডেনে কেমন হতে পারে কোহালিদের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ১৩:২০
Share: Save:
০১ ১২
এবি ডেভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকালাম, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল। টি২০ ক্রিকেটের সম্ভ্রম জাগানো সব নাম। আর তাঁদের সঙ্গে বিরাট কোহালির আগ্রাসী নেতৃত্ব। সব মিলিয়ে নাইটদের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে কিছুটা এগিয়েই শুরু করবে বেঙ্গালুরু। আজ ইডেনে কেমন হতে পারে কোহালিদের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।

এবি ডেভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকালাম, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল। টি২০ ক্রিকেটের সম্ভ্রম জাগানো সব নাম। আর তাঁদের সঙ্গে বিরাট কোহালির আগ্রাসী নেতৃত্ব। সব মিলিয়ে নাইটদের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে কিছুটা এগিয়েই শুরু করবে বেঙ্গালুরু। আজ ইডেনে কেমন হতে পারে কোহালিদের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে।

০২ ১২
পার্থিল পটেল: উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাটিংয়ের হাতটাও বেশ ভাল। এখনও পর্যন্ত ১১৯ ম্যাচে ২৩২২ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৭.২১।

পার্থিল পটেল: উইকেটরক্ষকের পাশাপাশি ব্যাটিংয়ের হাতটাও বেশ ভাল। এখনও পর্যন্ত ১১৯ ম্যাচে ২৩২২ রান করেছেন। স্ট্রাইক রেট ১১৭.২১।

০৩ ১২
ব্রেন্ডন ম্যাকালাম: টি-২০ ম্যাচে বিপক্ষের অন্যতম ত্রাস। ১০৩টি ম্যাচে করেছেন ২৭৫৪ রান। স্ট্রাইক রেট ১৩১-এর উপরে।

ব্রেন্ডন ম্যাকালাম: টি-২০ ম্যাচে বিপক্ষের অন্যতম ত্রাস। ১০৩টি ম্যাচে করেছেন ২৭৫৪ রান। স্ট্রাইক রেট ১৩১-এর উপরে।

০৪ ১২
বিরাট কোহালি: ভারত অধিনায়ক কোহালি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেটর সব ধরনের ফরম্যাটে অত্যন্ত সফল। ১৪৯টি আইপিএল ম্যাচে রান ৪৪১৮। স্ট্রাইক রেট ১২৯.৮২। গড় ৩৭য়ের বেশি।

বিরাট কোহালি: ভারত অধিনায়ক কোহালি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ক্রিকেটর সব ধরনের ফরম্যাটে অত্যন্ত সফল। ১৪৯টি আইপিএল ম্যাচে রান ৪৪১৮। স্ট্রাইক রেট ১২৯.৮২। গড় ৩৭য়ের বেশি।

০৫ ১২
এবি ডে ভিলিয়ার্স: টি-২০ ম্যাচে বিশ্বের অন্যতম সেরা, ভয়ঙ্কর ব্যাটসম্যান। ১২৯টি আইপিএল ম্যাচে ৩৪৭৩ রান করেছেন। সেরা স্কোর ১৩৩ নটআউট।

এবি ডে ভিলিয়ার্স: টি-২০ ম্যাচে বিশ্বের অন্যতম সেরা, ভয়ঙ্কর ব্যাটসম্যান। ১২৯টি আইপিএল ম্যাচে ৩৪৭৩ রান করেছেন। সেরা স্কোর ১৩৩ নটআউট।

০৬ ১২
মনন ভোরা: ৪৫টি আইপিএল ম্যাচে করেছেন ৯৫৭ রান। স্ট্রাইক রেট ১৩২.৭৩।

মনন ভোরা: ৪৫টি আইপিএল ম্যাচে করেছেন ৯৫৭ রান। স্ট্রাইক রেট ১৩২.৭৩।

০৭ ১২
সরফরাজ খান: সে ভাবে এখনও শুরু করেননি। মাত্র ১৮টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৭৭।

সরফরাজ খান: সে ভাবে এখনও শুরু করেননি। মাত্র ১৮টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ১৭৭।

০৮ ১২
কোলিন ডি গ্র্যান্ডহোম: নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারটির দেশের বড় ভরসা। আইপিএলে বড় ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

কোলিন ডি গ্র্যান্ডহোম: নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারটির দেশের বড় ভরসা। আইপিএলে বড় ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

০৯ ১২
ওয়াশিংটন সুন্দর: ভারতীয় দলের এই তরুণ স্পিনারের উপর বারবার ভরসা দেখিয়েছেন বিরাট। প্রথম একাদশে সুন্দরের থাকা অনেকটাই নিশ্চিত।

ওয়াশিংটন সুন্দর: ভারতীয় দলের এই তরুণ স্পিনারের উপর বারবার ভরসা দেখিয়েছেন বিরাট। প্রথম একাদশে সুন্দরের থাকা অনেকটাই নিশ্চিত।

১০ ১২
ক্রিস ওকস: বোলার অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পাওয়া প্রায় নিশ্চিত। ১৩টি আইপিএল ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পেসার।

ক্রিস ওকস: বোলার অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পাওয়া প্রায় নিশ্চিত। ১৩টি আইপিএল ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের পেসার।

১১ ১২
যুজবেন্দ্র চাহাল: বর্তমানে ভারতীয় বোলিংয়ের গুরুদায়িত্ব সামলাচ্ছেন। ম্যাচের যে কোনও সময় পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। ৫৬টি আইপিএল ম্যাচে ৭০ উইকেট পেয়েছেন এই রিস্ট স্পিনার।

যুজবেন্দ্র চাহাল: বর্তমানে ভারতীয় বোলিংয়ের গুরুদায়িত্ব সামলাচ্ছেন। ম্যাচের যে কোনও সময় পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। ৫৬টি আইপিএল ম্যাচে ৭০ উইকেট পেয়েছেন এই রিস্ট স্পিনার।

১২ ১২
উমেশ যাদব: ৯৪টি ম্যাচে ৯১ উইকেট পেয়েছেন। ভারতীয় দলের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র বোলিং দায়িত্ব সম্ভবত থাকছে উমেশের কাঁধে।

উমেশ যাদব: ৯৪টি ম্যাচে ৯১ উইকেট পেয়েছেন। ভারতীয় দলের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র বোলিং দায়িত্ব সম্ভবত থাকছে উমেশের কাঁধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE