তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পর পর দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছেন বিরাট কোহালিরা। তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানরা একটাই লক্ষ্য—হোয়াইট ওয়াশ না হওয়া। সিরিজ যেহেতু আগেই জিতে নিয়েছে ভারত, তাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করবেন কোহালি। দলে পরিবর্তনও আনতে পারেন।
রবিবারের ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেন, ‘‘নতুন কাউকে দেখে নেওয়ার সুযোগ করে দিল এই জয়।’’ তৃতীয় টি টোয়েন্টিতে দলে ঢুকতে পারেন লোকেশ রাহুল। প্রথম দু’টি টি টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তাঁকে বসানো হলে উইকেটের পিছনে দাঁড়াবেন লোকেশ রাহুল।
এমনও হতে পারে ঋষভকে সুযোগ দিয়ে শিখর ধাওয়নকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্বকাপে চোট পেয়েছিলেন ধওয়ন। সেই চোট সারিয়ে ধওয়ন এসেছেন ক্যারিবিয়ান সফরে। দুটো টি টোয়েন্টি ম্যাচে সফল হননি বাঁ হাতি ধওয়ন।