Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Team India

তৃতীয় টি টোয়েন্টিতে ভারতীয় দলে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা, কারা খেলতে পারেন?

ভারত অধিনায়ক বলেন, ‘‘নতুন কাউকে দেখে নেওয়ার সুযোগ করে দিল এই জয়।’’ তৃতীয় টি টোয়েন্টিতে দলে ঢুকতে পারেন লোকেশ রাহুল। প্রথম দু’টি টি টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তাঁকে বসানো হলে উইকেটের পিছনে দাঁড়াবেন লোকেশ রাহুল।

তৃতীয় টি টোয়েন্টিতে একাধিক পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। ছবি: এএফপি।

তৃতীয় টি টোয়েন্টিতে একাধিক পরিবর্তন হতে পারে ভারতীয় দলে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
গায়ানা শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৯ ২০:৪১
Share: Save:

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে পর পর দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলেছেন বিরাট কোহালিরা। তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে ক্যারিবিয়ানরা একটাই লক্ষ্য—হোয়াইট ওয়াশ না হওয়া। সিরিজ যেহেতু আগেই জিতে নিয়েছে ভারত, তাই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করবেন কোহালি। দলে পরিবর্তনও আনতে পারেন।

রবিবারের ম্যাচের শেষে ভারত অধিনায়ক বলেন, ‘‘নতুন কাউকে দেখে নেওয়ার সুযোগ করে দিল এই জয়।’’ তৃতীয় টি টোয়েন্টিতে দলে ঢুকতে পারেন লোকেশ রাহুল। প্রথম দু’টি টি টোয়েন্টি ম্যাচে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ। তাঁকে বসানো হলে উইকেটের পিছনে দাঁড়াবেন লোকেশ রাহুল।

এমনও হতে পারে ঋষভকে সুযোগ দিয়ে শিখর ধাওয়নকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্বকাপে চোট পেয়েছিলেন ধওয়ন। সেই চোট সারিয়ে ধওয়ন এসেছেন ক্যারিবিয়ান সফরে। দুটো টি টোয়েন্টি ম্যাচে সফল হননি বাঁ হাতি ধওয়ন।

আরও পড়ুন: প্রথম টেস্টে স্মরণীয় জয় অস্ট্রেলিয়ার, লিয়ঁ-কামিন্সের দাপটে শেষ ইংল্যান্ড

অন্য দিকে, রাহুল চহারকেও খেলানোর সম্ভাবনা রয়েছে। রাহুল চহার খেললে বিশ্রাম দেওয়া হতে পারে নভদীপ সাইনিকে। প্রথম ম্যাচে দারুণ বোলিং করে ক্যারিবিয়ানদের অল্প রানে আটকে রেখেছিলেন নভদীপ। দ্বিতীয় ম্যাচে অবশ্য সফল হননি তিনি।

আরও পড়ুন: বিয়েতে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন হাসান আলি

রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দিয়ে দীপক চহারকেও প্রথম একাদশে রাখা হতে পারে। অবশ্য দল কী হবে, তা স্থির করবেন কোহালি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Team India Probable XI West Indies Cricket T20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE