Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ধোনিকে নিয়ে প্রশ্ন দ্রাবিড়ের

আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বার এই ব্যাপারে ভাবনা চিন্তার কথা বলছেন রাহুল দ্রাবিড়। যিনি ভারতীয় এ ও যুব দলের কোচ থাকছেন বলে জানা গিয়েছে এ দিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০৪:২৭
Share: Save:

যুবরাজ সিংহ ও এমএস ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন রাহুল দ্রাবিড়। এই দুই সিনিয়রকে আর ভারতীয় দলে প্রয়োজন আছে কি না, নির্বাচকদের তা ভেবে দেখার অনুরোধ করলেন এই প্রাক্তন ভারত অধিনায়ক।

আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে এ বার এই ব্যাপারে ভাবনা চিন্তার কথা বলছেন রাহুল দ্রাবিড়। যিনি ভারতীয় এ ও যুব দলের কোচ থাকছেন বলে জানা গিয়েছে এ দিন। তরুণ প্রতিভাদের পরখ না করে বিশ্বকাপে যুবরাজ ও ধোনিকে নেওয়া উচিত কি না এই প্রশ্নই তুলেছেন কিংবদন্তি ব্যাটসম্যান। প্রশ্ন তুলেছেন অশ্বিন-জাডেজা স্পিন জুটি নিয়েও।

সাধারণত যে কোনও ব্যাপারেই রক্ষ্মণাত্মক মন্তব্য করতে অভ্যস্ত দ্রাবিড় এ দিন সরাসরি প্রশ্ন তোলেন দু’জনকে নিয়ে। এক ক্রিকেট ওয়েবসাইটে তিনি এ দিন বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটের রোড ম্যাপ হিসেবে তাঁরা কী দেখছেন এবং এই রোড ম্যাপে এই দু’জন কোথায়, কীভাবে রয়েছেন, এটা এখন থেকেই ভেবে রাখা খুব গুরুত্বপূর্ণ। দু’জনেরই কি জায়গা রয়েছে দলে? নাকি যে কোনও একজনের জায়গা হতে পারে? নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট ভেবে দেখুক।’’

আরও পড়ুন: চাপের মুখে চরম সিদ্ধান্ত কুম্বলের

বিশ্বকাপ ২০১৯-এর জুনে। অর্থাৎ আর ঠিক দু’বছর পরে। এই দু’বছরে বিশ্বকাপ প্রস্তুতির রূপরেখা তৈরি করে নেওয়া উচিত বলে মনে করেন দ্রাবিড়। তাঁর বক্তব্য, ‘‘এই দু’জনকে দলে রাখার আগে আমাদের দেশে যা প্রতিভা রয়েছে, তাদের একবার দেখে নেওয়া ভাল কি না, তা ভেবে দেখুন নির্বাচকরা।’’ সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনি দুই ইনিংসে ব্যাট করে ৬৭ রান করেন, যার একটিতে ছিল ৬৩। যুবরাজ চার ইনিংসে ১০৫ করেন ৩৫-এর গড়ে।

ভারতীয় দল এ বার ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে ওয়ান ডে সিরিজ খেলতে, যেখানে দলে ধোনি, যুবরাজ দু’জনেই থাকছেন। এই সফরে নতুনদের দেখে নেওয়া উচিত বলেই মনে করেন ভারতের যুব দলের কোচ। বলেন, ‘‘পুরো দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গেলেও আশা করি টিম ম্যানেজমেন্ট কিছু পরীক্ষা-নিরিক্ষা করবে। না হলে এক বছর পরে বলতে হতে পারে, কাউকে সুযোগ দেওয়া হয়নি বলে আমাদের হাতে এর চেয়ে ভাল দল নেই। বরং এটা বলা ভাল যে, অনেককেই সুযোগ দিয়ে দেখেছি, তাদের চেয়ে যুবরাজ ও ধোনিই ফিট।’’ ফিঙ্গার স্পিনার অশ্বিন ও রবীন্দ্র জাডেজার জুটি নিয়েও প্রশ্ন তুলেছেন দ্রাবিড়। তাঁর যুক্তি, ‘‘পাটা পিচে মাঝের ওভারে উইকেট পেতে গেলে রিস্ট স্পিনার ও রহস্য স্পিনারদের বেশি কাজে লাগে। কুলদীপ ভাল বাছাই।’’ ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য কুলদীপ দলে রয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE