Advertisement
০৭ মে ২০২৪

প্রস্তুতি ম্যাচ নিয়ে সমস্যা মিটছে না ভারতের, বৃষ্টিতে বিরাটরা থাকলেন জিমে

বুধবার খেলা ভেস্তে যাওয়ায় বেশ কিছুটা সময় জিমেই কাটিয়েছেন বিরাট কোহালিরা। ভারত অধিনায়ক একটি ছবি টুইট করেন।

বাধা: বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভেস্তে যাওয়ায় ইশান্তদের সঙ্গে জিমে বিরাট কোহালি। যে ছবি নিজেই টুইট করলেন ভারত অধিনায়ক। বুধবার।

বাধা: বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ভেস্তে যাওয়ায় ইশান্তদের সঙ্গে জিমে বিরাট কোহালি। যে ছবি নিজেই টুইট করলেন ভারত অধিনায়ক। বুধবার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৫:০৭
Share: Save:

বিদেশ সফরে প্রস্তুতি ম্যাচের সমস্যা ভারতীয় ক্রিকেটের পিছু যেন ছাড়ছেই না। ইংল্যান্ডে গিয়ে প্রস্তুতি ম্যাচের সময় কমানোর কারণে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছিল। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের জন্য প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটারই। যার জেরে এ বার অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের দিন বাড়িয়ে নিয়েছিল ভারত।

প্রথমে ঠিক ছিল, টেস্ট সিরিজের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহালিরা। কিন্তু ভারতীয় বোর্ডের অনুরোধে সেই ম্যাচ চার দিন করে দেয় অস্ট্রেলিয়া বোর্ড। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, চার দিন তো দূরে থাক, পুরো তিন দিনও হয়তো খেলা হবে না কোহালিদের। বুধবার সিডনিতে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিতে চার দিনের ম্যাচের প্রথম দিন বাতিল হয়ে যায়। আজ, বৃহস্পতিবার সকালের দিকেও বৃষ্টির পূর্বাভাস আছে।

বুধবার খেলা ভেস্তে যাওয়ায় বেশ কিছুটা সময় জিমেই কাটিয়েছেন বিরাট কোহালিরা। ভারত অধিনায়ক একটি ছবি টুইট করেন। যেখানে দেখা যাচ্ছে সতীর্থদের সঙ্গে জিমে সময় কাটাচ্ছেন তিনি। কোহালি লিখেছেন, ‘‘মনে হচ্ছে বৃষ্টি আর থামবে না। তাই আমরা ঠিক করলাম, দিনটাকে পুরো নষ্ট হতে দেওয়া যাবে না। ছেলেদের সঙ্গে জিম ওয়ার্কআউট নিঃসন্দেহে খুব উপভোগ করব।’’

আরও পড়ুন: জলের ক্রেটে আছড়ে ফেলে বিতর্কে জোসে

অ্যাডিলেডে ভারত প্রথম টেস্ট খেলতে নামছে ৬ ডিসেম্বর। তার আগে ভারতের প্রথম একাদশ কী হবে, তা নিয়ে নানা মত ঘোরা ফেরা করছে। এর মধ্যে একটি হল, কুলদীপ যাদবকে প্রথম এগারোয় রাখা উচিত কি না? রিকি পন্টিং যেমন পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘আমি হলে আর অশ্বিনের জায়গায় কুলদীপকে খেলাতাম। অ্যাডিলেডের পিচে একজন রিস্টস্পিনারকে সব সময় দলে দরকার।’’

আরও পড়ুন: পাঁচ গোল দিয়ে হকি বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

সুনীল গাওস্কর আবার একটি টিভি চ্যানেলের জন্য যে প্রথম এগারো বেছেছেন, তাতে অশ্বিন এবং কুলদীপ, দু’জনকেই রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শিখর ধওয়নও। টি-টোয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার অবশ্য টেস্ট দলে নেই। যা নিয়ে তাঁর আক্ষেপও আছে। ধওয়ন বলেছেন, ‘‘প্রথম দিকে খারাপ লেগেছিল, টেস্ট দলে সুযোগ না পেয়ে।’’ ভারতের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘‘ধারাবাহিক ভাল খেললে টেস্ট সিরিজ জিততে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Virat Kohli India-Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE