Advertisement
০৬ মে ২০২৪

অশ্বিনের বিরুদ্ধে সেঞ্চুরি পৃথ্বীর 

পৃথ্বীর সেঞ্চুরি ও মুম্বইয়ের অধিনায়ক আদিত্য তারের হাফ সেঞ্চুরির ফলে মুম্বই তামিলনাড়ুর বিরুদ্ধে বড় ইনিংস গড়ে মুম্বই। শ্রেয়স আইয়ারও ৫৭ রান করেছেন এ দিন।

নায়ক: ফের সেঞ্চুরি পৃথ্বীর। রঞ্জি ট্রফিতে। ছবি: পিটিআই

নায়ক: ফের সেঞ্চুরি পৃথ্বীর। রঞ্জি ট্রফিতে। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৭ ০৩:৫৮
Share: Save:

ফের নিজের জাত চেনাল মুম্বইয়ের তরুণ ওপেনার পৃথ্বী শ। ১৭ বছর বয়সি পৃথ্বী মঙ্গলবার তামিলনাড়ুর শক্তিশালী বোলিংয়ের মোকাবিলা করে ১২৩ রানের ঝকঝকে ইনিংস খেলল। পৃথ্বী ১৭টা চার ও দুটো ছয় হাঁকিয়ে এই ইনিংস গড়ে। পৃথ্বীর এই নিয়ে তিনটি প্রথম শ্রেণির সেঞ্চুরি। এর আগে দলীপ ট্রফিতে ও এই তামিলনাড়ুর বিরুদ্ধেই গত বার রঞ্জিতে আরও দু’টি সেঞ্চুরি করে সে।

পৃথ্বীর সেঞ্চুরি ও মুম্বইয়ের অধিনায়ক আদিত্য তারের হাফ সেঞ্চুরির ফলে মুম্বই তামিলনাড়ুর বিরুদ্ধে বড় ইনিংস গড়ে মুম্বই। শ্রেয়স আইয়ারও ৫৭ রান করেছেন এ দিন। সব মিলিয়ে দিনের শেষে ৩১৪-৭ তুলল মুম্বই। তামিলনাড়ুর হয়ে এ দিন বোলিং করেন আর অশ্বিন, কে বিজ্ঞেশ, ইও মহেশ, বিজয় শঙ্কররা। অশ্বিন এ দিন ২৯ ওভার বোলিং করে ৭৭ রান দিয়ে দু’উইকেট নেন। অন্য দিকে ভারতীয় দলের ডাক পাওয়ার পরের দিনই চার উইকেট নিয়ে উৎসবে মাতলেন হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ। কর্নাটকের বিরুদ্ধে ৪২ রানে চার উইকেট নেন তিনি। এই ম্যাচে ভারতীয় ওপেনার লোকেশ রাহুল চার রান করে আউট হয়ে যান। অন্য দিকে এ দিন গুজরাতের হয়ে নামা তারকা স্পিনার পীযূষ চাওলা পাঁচ উইকেট নেন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। তাঁর দাপটে ২৬১ রানে অল আউট হয়ে যান পরভেজ রসুলরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE