Advertisement
১৭ মে ২০২৪
Afghanistan

নয়া নজিরের সামনে রশিদ

ইতিমধ্যেই ১৯ বছরের এই লেগ স্পিনার ত্রাস হয়ে উঠেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। ৩৭টি ওডিআই ম্যাচ খেলে নিয়েছেন ৮৬টি উইকেট। টি২০ ক্রিকেটেও সমান সাবলীল রশিদ। ২৯টি টি২০ ম্যাচ থেকে নিয়েছেন ৪৭টি উইকেট।

রশিদ খান। ছবি: এএফপি।

রশিদ খান। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১৯
Share: Save:

নয়া নজির গড়তে চলেছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আর চার দিন পরই কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে যাবে রশিদের। বর্তমানে তাঁর বয়স ১৯ বছর। আফগানিস্তান ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক আসগার স্তানিকজাই অসুস্থ থাকায় তাঁর অনুপস্থিতিতে নেতৃত্ব সামলাতে হবে রশিদকে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “ডাক্তারের পরামর্শ মতো মাঠে ফিরতে আসগরের প্রায় ১০ দিন সময় লাগবে। বর্তমানে সহ-অধিনায়কের দায়িত্বে থাকা রশিদ খান এই সময় পূর্ণ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।”

২০১৯ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে ৪ মার্চ স্কটল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। সেই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব কনিষ্ঠ অধিনায়ক হিসেবে অভিষেক হবে রশিদের।

আরও পড়ুন: 'আইপিএলকে জাতীয় দলে ফেরার প্ল্যাটফর্ম হিসেবে দেখতে রাজি নই'

আরও পড়ুন: অধিনায়কের নাম ঘোষণা করল প্রীতি জিন্টার দল

ইতিমধ্যেই ১৯ বছরের এই লেগ স্পিনার ত্রাস হয়ে উঠেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের। ৩৭টি ওডিআই ম্যাচ খেলে নিয়েছেন ৮৬টি উইকেট। টি২০ ক্রিকেটেও সমান সাবলীল রশিদ। ২৯টি টি২০ ম্যাচ থেকে নিয়েছেন ৪৭টি উইকেট।

এখন দেখার, বল হাতে বোলারদের রাতের ঘুম নাকাল করা রশিদ অধিনায়ক হিসেবেও কতটা সফল হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Afghanistan Rashid Khan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE