বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকায় গিয়ে ১-২ ফলে টেস্ট সিরিজে পরাজয়। কয়েক মাস আগে ইংল্যান্ডেও ১-৪ ফলে টেস্ট সিরিজে হেরেছে ভারত। এ বার অস্ট্রেলিয়ায় কী হবে? ভারত কি পারবে প্রথমবারের জন্য এখানে টেস্ট সিরিজ জিততে? ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে প্রশ্নগুলো।
ক্রিকেটমহল মনে করছে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতার এর চেয়ে ভাল সুযোগ আর আসবে না ভারতের সামনে। প্রধান কোচ রবি শাস্ত্রী অবশ্য রবিবার ব্রিসেবেনে সাফ বলেছেন, "এখন কোনও দলই বিদেশে সেভাবে জেতে না। নয়ের দশকে ও শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়া কিছুটা দাপট দেখিয়েছে অ্যাওয়ে সফরে। দক্ষিণ আফ্রিকা কিছুটা এটা করেছে। এই দুই দেশ ছাড়া গত পাঁচ-ছয় বছরে কোনও দল বিদেশে গিয়ে দাপট দেখাতে পারেনি। তাহলে শুধু ভারতকে বেছে নেওয়া কেন?" প্রশ্ন তুলেছেন বিরাটদের কোচ।
কিন্তু কেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে টেস্ট সিরিজে হারতে হল? তিনি বা অধিনায়ক বিরাট কোহালি কি এই ব্যাপারে কথা বলেছেন ক্রিকেটারদের সঙ্গে? শাস্ত্রী বলেছেন, "আসল মুহূর্তগুলো ভাল খেলাই লক্ষ্য। আগের দুই সফরে টেস্ট সিরিজের ফলাফল কিন্তু প্রকৃত ছবি তুলে ধরতে পারেনি। টেস্টে রীতিমতো লড়াই হয়েছিল। আমরা আসল মুহূর্তগুলোয় খুব বাজে খেলেছিলাম। যার ফলেই সিরিজ খোয়াতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা চার দিনে হয়তো একদিন একটা সেশনে ঘণ্টাখানেক জঘন্য খেলেছি। ব্যাটিংয়ে বা বোলিংয়ে ব্যর্থ হয়েছি। আর তার ফলই ভুগতে হয়েছে।"